শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

কি হলো ওমর সানীর ফেসবুক আইডি?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২১ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ঘুম থেকে উঠেই দেখি ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ। কিভাবে ও কি কারণে আইডি ডিঅ্যাটিভ করা হলো তার কোনো কারণ বুঝতেই পারলাম না। তিন লাখ ফলোয়ার রয়েছে আমার আইডিতে। সেই আইডি ফেসবুক কর্তৃপক্ষ কি করে ডিঅ্যাকটিভ করতে পারে তা আমার বোধগম্য নয়। মুঠোফোনে কথাগুলো এভাবেই ডেইলি বাংলাদেশকে বলেন ঢালিউডের দর্শকপ্রিয় অভিনেতা ওমর সানী।

 

তিনি বলেন, আমি একজন শোবিজ তারকা। আমার শত্রু থাকতেই পারে। শত্রুরা বেশ কয়েকজন মিলে যদি আমার আইডির বিরুদ্ধে অভিযোগ করেন। সেই অভিযোগের সত্যতা না জেনে, আমাকে অবহিত না করে ফেসবুক কর্তৃপক্ষ কোন যুক্তিতে আমার আইডি ডিঅ্যাকটিভ করেন? বিষয়টি নিশ্চই তাদের মনে আছে, এর আগে একবার আমার আইডি হ্যাক হয়েছিলো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তখন আইডি ফিরে পাই। আমার আইডি সম্পর্কে তারা কি একটুও অবহিত নন? যেখানে আমার আইডি ভেরিফাইড করে দেয়া উচিৎ তাদের, সেখানে তারা এমন কাজ কি বুঝে করেন?

তিনি আরো বলেন, আমি সোমবারই পাসর্পোটের কপিসহ ফেসবুক কর্তৃপক্ষকে জানিয়েছি। মঙ্গলবার দুপুরের পর পর্যন্ত কোনো সাড়া পাইনি। দেখা যাক কি হয়।