যানজটের সমাধান দিলেন নুসরাত ফারিয়া!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১৭ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ঢাকাই সিনেমার এই সময়ের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি বাংলাদেশের ছবির বাহিরেও যৌথ প্রযোজনার ছবিতে কলকাতার নায়ক জিতের সঙ্গে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। শুধু অভিনয়েই নয়, তিনি উপস্থাপনায়, নাচে, আরজে হিসেবেও বেশ জনপ্রিয়। এর বাহিরে গানেও নিজেকে চমক হিসেবেই উপস্থাপন করেছেন। এছাড়াও তার আরো অনেক গুণই আছে। তার মধ্যে একটি হচ্ছে বিতার্কিক।
স্কুল জীবনে বেশ দাপুটে বিতার্কিক ছিলেন তিনি। জাতীয় পর্যায়ে স্কুলের হয়ে নিয়মিত লড়াই করতেন ফারিয়া। তেমনই একটি ভিডিও সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত এক বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য রাখছেন তিনি। গায়ে আছে স্কুলের পোশাক।
সেই ভিডিওতে কথা বলছেন দেশের যানজট সমাধানের উপায় নিয়ে। সেখানে ফারিয়া বলছিলেন, বন্ধুরা আমার দেশের যানজট নিরসনের জন্য কোনো দেবদূতের প্রযোজন নেই। আমরা সাধারণ মানুষই পারি এই যানজট নিরসন করতে। এরজন্য দরকার আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ মনিটরিং।
জানা গেছে, নুসরাত ফারিয়ার এই বক্তব্যের বয়স প্রায় ১০ বছর! ২০০৯ অথবা ১০ সালের ভিডিও এটি। তিনি তখন রাজধানীর শহীদ বীরউত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ-এর নবম-দশক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আজ (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ইয়েস দিস ইজ মি।
