রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান আর নেই

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি হাসপাতালের চিকিৎসক ডা. চন্দ্র প্রকাশ দোকওয়াল (চেস্ট মেডিসিন) -এর তত্ত্বাবধানে ছিলেন বলে জানা গেছে।

 

এ এস এম শাহজাহান ২০০১ সালের ১৫ জুলাই গঠিত তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন। এছাড়া ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্বও পালন করেন।

 

এছাড়া ১৯৭৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রথম ডেপুটি কমিশনার ছিলেন তিনি। দেশের জাতীয় বাংলা ও ইংরেজি গণমাধ্যমে তিনি নিয়মিত কলাম লিখতেন। তার জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জে।