রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

বিশ্ব ইজতেমা এবার চার দিন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৪ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

এবারের একদফায় অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা তিন দিনের পরিবর্তে চার দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। ফলে আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট চার দিন অনুষ্ঠিত হবে ইসলামী এ সম্মেলন।

 

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর দফতরে তাবলীগ জামাতের দু’পক্ষর সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সাদ পক্ষের সৈয়দ ওয়াসিফ ইসলাম এবং অপরপক্ষে মাওলানা জুবায়ের উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, গত মিটিংয়ে তাবলীগ জামাতের দু’পক্ষের সঙ্গে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল একই তারিখে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আজকে আলোচনায় উভয় পক্ষের মতামতের ভিত্তিতে তিন দিনের পরিবর্তে চার দিন ইজতেমা অনুষ্ঠিত হবে।

 

তিনি আরো বলেন, প্রথম দুই দিন মাওলানা জুবায়ের ইজতেমা পরিচালনা করবেন। আর শেষের দুই দিন সৈয়দ ওয়াসিফ ইসলাম ইজতেমা পরিচালনা করবেন।