ডিজিটাল মেগা শপিং প্লাটফর্ম ‘ই-ভ্যালি’র যাত্রা শুরু
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

অনলাইনে ক্রেতা-বিক্রেতার চাহিদাকে প্রাধান্য দিয়ে যাত্রা শুরু করলো দেশের অন্যতম ডিজিটাল মেগা শপিং প্লাটফর্ম ‘ই-ভ্যালি’।
বৈশ্বিক পরিমণ্ডেলে চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতায় বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরে একধাপ এগিয়ে নেয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে এই প্লাটফর্মটি।
রোববার ৪৮তম বিজয় দিবসে ঢাকার একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে ই-ভ্যালি। দেশের সব স্তরের ব্যবসায়ীদের পণ্য সহজ পন্থায় ডিজিটাল বিশ্ববাজারে কেনা-বেচার জন্য উপযুক্ত প্রযুক্তি সেবা দিতে এই যাত্রা।
ই-ভ্যালির কর্ণধার ও সিইও মোহাম্মদ রাসেল বলেন, ব্যাপক পরিসরে ক্রেতা-বিক্রেতাদের ডিজিটাল কমার্স তথা ই-কমার্স সেক্টরে বিভিন্ন সুবিধা দিতে ই-ভ্যালি প্রতিষ্ঠা করা হয়েছে। ৩০ লাখেরও বেশি মানসম্মত পণ্য-সামগ্রি ঝামেলাহীনভাবে খুচরা ও পাইকারি কেনা-বেচার সুযোগ থাকবে এতে। সঙ্গে থাকবে বিভিন্ন আকর্ষণীয় অফারও।
তিনি জানান, বিজয় দিবস এবং ই-ভ্যালির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে প্রথম ৫০০জন অর্ডার প্রদানকারীর জন্য এক হাজার টাকার শতভাগ ফ্রি শপিংয়ের সুযোগ রয়েছে। আরো রয়েছে দেশের স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল বিশ্ববাজারে বিনামূল্যে নিবন্ধনের সুযোগ।
বৈশ্বিক বাজারে তীব্র প্রতিযোগিতার দিনে অনলাইন কেনা-কাটায় ই-ভ্যালিকে শীর্ষে পৌঁছে দিতে দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতায়ও কামনা করেন তিনি।