বাজারে আসছে স্যামসাং-এর ভাঁজ করা ফোন!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

আগামী বছরের শুরুতেই নতুন চমক নিয়ে আসছে স্যামসাং। তারমধ্যে উল্লেখযোগ্য একটি চমক হলো গ্যালাক্সি এস১০। বলা যায় এটি নতুন বছরের স্মরণীয় সূচনা! ডিভাইসটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ আলোচনা হচ্ছে। ফেব্রুয়ারিতেই বাজারে আসছে মডেলটি। তবে গ্যালাক্সি এস১০ নয়, স্যামসাংয়ের জন্য সম্ভবত আগামী বছরের ল্যান্ডমার্ক পণ্য হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন।
ঠিক কবে নাগাদ বাজারে আসবে ডিভাইসটি, সে প্রসঙ্গে মুখ খুলেনি প্রতিষ্ঠানটি। তবে গ্যালাক্সি এস১০-এর ঠিক অব্যবহিত পরই ডিভাইসটি বাজারে আসবে বলে অনুমান করা হচ্ছে। সেক্ষেত্রে ডিভাইসটি মার্চ বা এপ্রিলের মধ্যেই বাজারে ছেড়ে দিতে পারে স্যামসাং।
স্যামসাংয়ের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন মডেলটির নাম হতে পারে ‘গ্যালাক্সি ফোল্ড’ বা ‘গ্যালাক্সি এফ’। এই স্মার্টফোনে যুক্ত থাকছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বিশালায়তনের এক ব্যাটারি। এত বড় আকারের ব্যাটারি সাধারণত ট্যাবলেটেই ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ৭ ইঞ্চি বড় অ্যামোলেড প্যানেলের পরিচালনার জন্য এটি জরুরিও বটে।
জানা যায়, ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের এ ব্যাটারিটিকেও ফোনের মতোই ভাঁজ করা যাবে। এ বৈশিষ্ট্য সংযুক্ত করার উদ্দেশ্য হলো, যাতে করে ফোন ভাঁজ করার সময় তা কোনো ধরনের বাঁধার সৃষ্টি না করে। ৮ গিগাবাইট র্যামযুক্ত ফোনটির ইন্টারনাল স্টোরেজ ১২৮ গিগাবাইট।
ধারণা করা হচ্ছে, এর দাম রাখা হতে পারে প্রতিটি ২০ লাখ ওন। বাংলাদেশী মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা।