শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

সহস্রাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

সহস্রাধিক বিএনপির নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গত কয়েকদিনে এ ঘটনা ঘটেছে নরসিংদী-৪ আসনের বেলাব ও মনোহরদী উপজেলায়।

মনোহরদী উপজেলার বিভিন্ন ইউপি হতে যেসব বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগদানকারীরা হলো-চন্দনবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকদলের সভাপতি মনিরুজ্জামান মনির, শুকুন্দি ইউপির সাবেক চেয়ারম্যান মো.সিরাজুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মাস্টার,মনতলা ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ বাকীউল ইসলাম বাকী,ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম অনিক,একদোয়ারিয়া ইউপি সদস্য শরিফ মিয়া, চন্দনবাড়ি ইউপির সাবেক সদস্য শাহনেয়াজ ও রমিজ উদ্দিন ভেন্ডার।

চন্দনবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি ও আমার এলাকার ৩ শতাধিক বিএনপির নেতা-কর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করেছি।

গত সোমবার বিকেলে চরবেলাব মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগদানকারী নেতাকর্মীরা হলো- বেলাব ইউপি বিএনপির সাধারণ সম্পাদক স্বপন মাহমূদ, আমানুল্লাহ আমান ও আতিকুল ইসলাম।এ সময় নরসিংদী-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. নুরুল মজিদ মাহমূদ হুমায়ূন উপস্থিত ছিলেন।

যোগদানকারীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভুইয়ার হাতে ফুলের নৌকা তুলে দেন।

বেলাব ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাপ মিয়ার সভাপতিত্বে এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা ক্লাবের সভাপতি খায়রুল মজিদ মাহমূদ চন্দন, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি সমশের জামান ভুঁইয়া‚ রিটন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।