বুধবার   ৩০ জুলাই ২০২৫   শ্রাবণ ১৫ ১৪৩২   ০৪ সফর ১৪৪৭

আইফোনের দাম বাড়ে কেন?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

আইফোনের নতুন ডিভাইস বা সংস্করণ মানেই আকাশ ছোঁয়া দাম! সাধারণত ফ্ল্যাগশিপ আইফোন বাজারে ছাড়ার পর নতুন সংস্করণ এনে ধারাবাহিকভাবে দাম বাড়ায় অ্যাপল। উদাহরণ হিসেবে বলা যায়, আইফোন এক্স বাজারে প্রথম আসার সময় দাম ছিল ৯৯৯ ডলার। পরে এ ফোনের আরেকটি সংস্করণ বাজারে ছাড়া হয়, যার দাম নেয়া হয় ১ হাজার ১৪৯ ডলার!

 

মূলত বেশি মুনাফার আশায় আইফোনের দাম বাড়িয়ে চলেছে অ্যাপল— এমনটি হরহামেশা শোনা যায়! তবে আইফোনের মূল্যবৃদ্ধিতে অ্যাপলের অর্থলিপ্সা যতটা না দায়ী, তার চেয়ে বড় ভূমিকা আছে উৎপাদন খরচের। উন্নত প্রযুক্তির পাশাপাশি নতুন নতুন ফিচার যোগ করতে গিয়ে আইফোন তৈরির খরচ বাড়ছে। এতে গ্রাহকপর্যায়ে আইফোনের দাম বাড়ানোর পরও মুনাফা কমছে অ্যাপলের।

অনেক ব্লগার দাবী করেছেন, বৈশ্বিক স্মার্টফোন বাজারে মন্দার মধ্যেও আয় ধরে রাখতেই এ কৌশল বেছে নিয়েছে অ্যাপল। এতে মনে হতে পারে দাম বেশি নেয়ার জন্য একই ফোনের নতুন সংস্করণ বাজারে ছাড়ে অ্যাপল। তবে বাস্তবতা হলো, আইফোনের নতুন সংস্করণে আরো উন্নত প্রযুক্তি যুক্ত করে অ্যাপল। এসব পরিবর্তন উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। যেমন প্রথম বাজারে ছাড়ার সময় আইফোন এক্সের স্টোরেজ ক্যাপাসিটি ছিল ৬৪ জিবি। আর ১ হাজার ১৪৯ ডলারের আইফোন এক্সের স্টোরেজ ক্যাপাসিটি ছিল ২৫৬ জিবি।