একীভূত হচ্ছে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

একীভূত হতে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। সম্প্রতি ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ তিনটি প্রতিষ্ঠানকে এক প্ল্যার্টফর্মে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন।
এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তিনটি অ্যাপ একই প্ল্যাটফর্ম থেকে ব্যবহার করা গেলেও আলাদাভাবে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জার।
এই ক্রস প্ল্যাটফর্ম মেসেজিং অ্যাপে থাকবে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন। এর ফলে চ্যাট যার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, শুধু তিনি পড়তে পারবেন।
ফেসবুকের এক প্রতিনিধি জানিয়েছেন, এই পরিকল্পনা অনেকদিন ধরেই চলছে। কীভাবে এই প্রক্রিয়া কাজ করবে, তা নিয়েও চলছে বিতর্ক।
এদিকে সুরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই তিন চ্যাট সার্ভিস এক হলে সুরক্ষা ব্যবস্থায় গাফিলতি দেখা যেতে পারে।
চ্যাট সার্ভিস থেকে আরো বেশি তথ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে বিজ্ঞাপন পাঠানোর উদ্দেশ্যেই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জার একীভূত করা হচ্ছে।
এ ছাড়া ফেসবুক মেসেঞ্জারে অন্য গ্রাহকের সম্মতি ছাড়াই তাকে মেসেজ পাঠানো যায়। এই ফিচার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে প্রাইভেসি সমস্যা তৈরি করবে কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।