বুধবার   ৩০ জুলাই ২০২৫   শ্রাবণ ১৫ ১৪৩২   ০৪ সফর ১৪৪৭

বিশ্বব্যাপী সচল আইফোনের সংখ্যা কত?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

বৈশ্বিক স্মার্টফোন বাজারে আইফোনকে বলা হয় উচ্চবিত্তের ফোন! সত্যিকার অর্থেই নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের অনেকটা হাতের নাগালের বাইরে এই ফোন। তাই অনেকেই ভাবেন, আইফোনের গ্রাহক সংখ্যা খুব বেশি না। কিন্তু পরিসংখ্যান আপনার এই ধারণাকে ভুল প্রমাণিত করবে! 

 

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের আর্থিক খতিয়ানের পাশাপাশি প্রথমবারের মতো সচল আইফোনের সংখ্যা প্রকাশ করেছে অ্যাপল। এই পরিসংখ্যানে বলা হয়, ২০১৮ সাল শেষে বিশ্বব্যাপী সচল আইফোনের সংখ্যা ৯০ কোটি ইউনিটে পৌঁছেছে। এরমধ্যে গত বছর সাড়ে সাত কোটি আইফোন ডিভাইস সচল হয়েছে। 

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক জানিয়েছেন, বিশ্ববাজারে ছাড়ার পর কোনো একটি পণ্য কত ইউনিট বিক্রি হয়, তার খতিয়ান প্রকাশের নীতি অ্যাপলে নেই। এবারই প্রথম বৈশ্বিক বাজারে সচল কিংবা ব্যবহার হচ্ছে এমন আইফোন ডিভাইসের সংখ্যা জানানো হলো। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

তবে বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়, বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্যযুদ্ধের কারণে আইফোন বিক্রি উল্লেখযোগ্য কমেছে। যে কারণে আইফোন বিক্রি থেকে অ্যাপলের রাজস্ব প্রত্যাশার চেয়ে কমেছে।

টিম কুক জানান, আইফোন বিক্রি থেকে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে অ্যাপলের রাজস্ব ৫ হাজার ২০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। যা গত এক বছরের একই প্রান্তিকের চেয়ে ১৫ শতাংশ কম। চীনের বাজারে চাহিদা কমায় আইফোন বিক্রি থেকে অ্যাপলের রাজস্ব কমেছে। স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বাজারটিতে টানা কয়েক প্রান্তিক ধরে সরবরাহ কমছে।