আবারও পয়েন্ট হারাল লিভারপুল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

আবারও হোঁচট খেল লিভারপুল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সাথে ড্র করে পয়েন্ট হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দলটি। সোমবার প্রতিপক্ষের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের দল। গেল সপ্তাহে ঘরের মাঠে লেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলের ড্র করেছিল তারা।
ম্যাচে অধিকাংশ সময় বল দখলে নিয়ে খেলেছে লিভারপুল। ২২ মিনিটে সাদিও মানের গোলে এগিয়েও যায় তারা। যদিও গোলটি স্পষ্টতই অফ সাইড ছিল। সাইড লাইনের কাছে অ্যাডাম লালানা বল বাড়ান জেমস মিলনারকে। সেসময় অফ সাইডে ছিলেন মিলনার। কিন্তু লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায় তা।
তার ছয় মিনিট পর, ম্যাচের ২৮ মিনিটে মিশাইল আন্তোনিওর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ফেলিপে আন্দেরসনের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে গোল করেন তিনি।
এরপর কোন পক্ষ আর গোল না পেলে ড্রতেই নিষ্পত্তি হয় ম্যাচ। ২৫ ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬২। ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।