শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

এবার মেসিকে ছাড়া ‘এল ক্লাসিকো’?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার দ্বৈরথ ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ। যা পরিচিত ‘এল ক্লাসিকো’ নামে। বুধবার কোপ ডেল রের প্রথম লেগে আরেকটি এল ক্লাসিকো দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালানরা।

 

বেশ কয়েক বছর ধরেই এল ক্লাসিকো মানেই সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথও। কিন্তু গেল বছর রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানোয় এই দুই ফুটবলারের দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হয় সমর্থকরা। রোনালদো বিহীন প্রথম এল ক্লাসিকোটি অনুষ্ঠিত হয়েছিল গেল বছর অক্টোবরে, লা লিগায়। ওই ম্যাচটি ৫-১ গোলে জিতে নেয় বার্সা।

 

সর্বশেষ এল ক্লাসিকোতে রোনালদো না থাকলেও ছিলেন মেসি। কিন্তু বুধবারের ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন মেসিও। লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে চোট পেয়েছিলেন বার্সার প্রাণভোমরা। কিন্তু মেসির ইনজুরি নিয়ে মুখে রীতিমতো কুলুপ এঁটে আছে বার্সেলোনা। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মেসি খেলবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

বার্সা আনুষ্ঠানিকভাবে কিছু বলেওনি মেসির ইনজুরি নিয়ে। শুধু জানিয়েছে, ‘মেসির চোট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই’। কিন্তু মেসির মাঠে নামা নিয়ে অনেকেই সন্দিহান। কারণ সোমবার দলের সাথে অনুশীলনে যোগ দেননি মেসি।

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, কাল বার্সার অনুশীলন গ্রাউন্ড সিউতাত এসপোর্তিভায় শারীরিক পরীক্ষা করাতে গিয়েছিলেন মেসি। সেসময় তিনি ঠিকমতো হাঁটতে পারছিলেন না। বার্সার মেডিকেল টিম কাল তাকে আর পরীক্ষা করেনি। আজ তার চোট পরীক্ষা করে দেখা হবে।

যদি শেষ পর্যন্ত মেসি মাঠে না নামেন, তবে দীর্ঘদিন পর মেসি-রোনালদো বিহীন এক নিরস এল ক্লাসিকোই দেখবে বিশ্ব। কারণ বিশ্বের সেরা দুই ফুটবলার ছাড়া যে অনেকটাই আকর্ষণ হারাবে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই দ্বৈরথটি।