হঠাৎই মঞ্চ থেকে ঝাঁপ দিলেন রণবীর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৪৬ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
রণবীর সিংয়ের পাগলামোর জুরি মেলা ভার। একথা মানতেই হচ্ছে। যে কোনও অনুষ্ঠানে, রাস্তা-ঘাটে রণবীরের পাগলামোর সাক্ষী থাকেন অনেক ভক্তই। তবে সম্প্রতি ' গুল্লি বয়'-এর প্রমোশনে রণবীর যা করলেন তা দেখলে যে কেউ ঘাবড়ে যাবেন।
জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি তার আগামী ছবি 'গুল্লি বয়'-এর প্রমোশনে মুম্বাইয়ের এক শপিং মলে হাজির ছিলেন রণবীর। সেখানেও র্যাপ গাইতে শুরু করেন। রণবীরকে একটি বার চোখের দেখা দেখতে সেখানে হাজির ছিলেন বহু ভক্ত। সকলেই রণবীরকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। হঠাৎ কাউকে কিছু না জানিয়েই ফ্যানদের উপর ঝাঁপিয়ে পড়লেন রণবীর। ভক্তরাও তাকে ধরে ফেলেন, তা নাহলে যে কী ঘটত! ঝাঁপ দেওয়ার পর কিছুক্ষণ ভক্তদের হাতে হাতেই সাঁতার কাটতে লাগলেন রণবীর।
লাফিয়ে পড়ার পর ফের মঞ্চে উঠে রণবীরের কাণ্ডকারখানা দেখে পাপারাজ্জিরা ভেবেছিলেন, তিনি বোধহয় ফের ঝাঁপিয়ে পড়বেন, যাইহোক, দ্বিতীবার তেমনটা হল না, এইবারটা শুধুই র্যাপ গেয়েই খান্ত থাকলেন।
প্রসঙ্গত, 'গুল্লি বয়' ছবি একজন র্যাপারের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। তার বিপরীতে এই ছবিতে দেখা যাবে আলিয়া ভাটকে। ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি।
