শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

অনলাইনে ড্রেস কিনতে মেনে চলুন বিষয়গুলো

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

অনলাইনে একটা ড্রেস দেখে খুব পছন্দ হয়েছিল। তো যেই ভাবা সেই কাজ, ড্রেসটা অর্ডার করে দিলাম। হাতে পাওয়ার পর দেখা যায়, ওমা! ছবির সাথে মিলছে না। ছবিতে হাতায় কাজ ছিল, আর বাস্তবে সেটা নেই। ওড়নাও একই। একরঙা একটা পাঠিয়ে দিয়েছে। প্রায় এমন হয়ে থাকে। পরে ফেসবুক পেইজ ওউনার-কে নক করার পর কোনো রিপ্লাই আসে না। কি আর করার তখন! আপনার টাকাগুলো তো জলে গিয়েছে। এরপর থেকে অনলাইনে যখনই ড্রেস কিনতে যাবেন খুব সাবধান হয়ে যাবেন। কারণ, আবার ঠকতে পারেন। তাহলে চলুন জেনে নেই, অনলাইনে ড্রেস কিনতে গেলে যে সকল সাবধানতা অবলম্বন করা উচিত।

 

১. প্রথমেই আসি তাদের কথায়, যারা বিভিন্ন গ্রুপে কম দামে ড্রেস-এর পোস্ট দেখে ঝাপিয়ে পরেন। যার ফলে, প্রি-অর্ডারের কথা বলে কিছু পরিমাণ টাকা আগেই হাতিয়ে নেওয়া হয়। পরে আর ড্রেস এবং পোস্ট-দাতার খবর থাকে না। তাই, বিভিন্ন সেলিং গ্রুপে না জেনে শুনে কমদামে ড্রেস দেখে ঝাপিয়ে পড়া বন্ধ করুন। 

২. যেকোনো ওয়েবসাইট/ফেসবুক পেইজে সুন্দর সুন্দর ড্রেস দেখেই অর্ডার করে ফেলবেন না। আগে সেই পেইজ সম্পর্কে জেনে নিবেন যে সেটা বিশ্বস্ত কিনা। সেক্ষেত্রে ফ্রেন্ডস/অন্য কারো হেল্প নিতে পারেন। তাদের ব্যবহার, ডেলিভারি সিস্টেম, রিটার্ন পলিসি ইত্যাদি জেনে নেওয়া ভালো। 

৩. অনেকেই ভালো ডিজাইনের ড্রেসের আশায় গুগলে সার্চ করে থাকেন। পছন্দ হলে সেখান থেকে অর্ডার করে থাকেন। তবে আমার কাছে মনে হয় গুগলে সার্চ করে ড্রেস কেনার থেকে বিশ্বস্ত ওয়েবসাইট/পেইজ থেকে কেনা সেইফ। 

৪. কোনো নতুন ধরনের পেইজ/সাইট থেকে কিনতে চাইলে অনেকেই দ্বিধায় ভোগেন যে কিনবেন কিনা, ভালো হবে কিনা। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ওয়েবসাইট/পেইজের কাস্টমার রিভিউগুলোতে চোখ বুলিয়ে নিতে পারেন। এতে করে আইডিয়া পেয়ে যাবেন। 

৫. অনলাইনে ড্রেস কেনার আগে সবসময় যে ড্রেসটি কিনবেন সেটার সম্পর্কে ওউনার এর থেকে জেনে নিন। তাদেরকে ড্রেস-এর আসল ছবি দিতে বলুন। এতে করে ঐ ড্রেসটি সম্পর্কে ভালো আইডিয়া পেয়ে যাবেন। 

৬. অনেকেই অনলাইনে ড্রেস প্রি-অর্ডার করে থাকেন। অনেকেই স্টিচ ড্রেস কিনতে চান। সেক্ষেত্রে আপনার বডি-এর মাপগুলো সঠিকভাবে দিবেন। নয়ত ড্রেস-টা গায়ে ফিট নাও হতে পারে। 

৭. অনলাইনে একটা ট্রেন্ডি ড্রেস দেখলাম আর অমনি ভাবলাম, এটা আমার কিনতেই হবে- এমনটা একদমই করবেন না। আগে ভাববেন, সেই ড্রেস-টিতে আপনাকে কতটা মানাবে, আপনি কতটা কমফোর্টেবল ফিল করবেন সেটা পড়ে। এগুলোর উত্তর যদি পজিটিভ হয় তবেই সেই ড্রেস-টি কিনবেন।

৮. অনেক ওয়েবসাইটেই চড়া দামে ড্রেস সেল করতে দেখা যায়। তবে আপনি চাইলে রিজনেবল দামে ভালো মানের ড্রেস একটু খুঁজলেই পেয়ে যাবেন। এগুলো কিনতে পারেন। কিন্তু, কেনার আগে ওই যে বলেছিলাম একটু রিভিউ-গুলো ভালো করে দেখে নিবেন। 

৯. ফেসবুকে কিছু গ্রুপ আছে, যেগুলোতে ড্রেস কেনার জন্য কোনো সাইট ভালো তা আপনি জেনে নিতে পারেন। ঐসব গ্রুপ-এ পোস্ট করলে অনেকেই তাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী ভালো সাইট-এর নাম সাজেস্ট করে থাকেন। 

অনলাইনে ড্রেস কেনার সময় কি কি বিষয়ে সাবধান থাকতে হবে। মোটামুটি এই বিষয়গুলো মাথায় রাখলেই অনেকাংশে ঠকে যাওয়ার হাত থেকে রক্ষা পাবেন। টাকাটা যখন দিবেনই, সঠিক জায়গায় এবং সঠিক জিনিসের পেছনেই খরচ করুন।