ল্যাকমে ফ্যাশান উইকে ঝলমলে তারকারা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
প্রত্যেকবারের মতো এবারও মুম্বইয়ে হয়ে গেল ল্যাকমে ফ্যাশান উইক ২০১৯। ল্যাকমে ফ্যাশান উইকের র্যাম্পে রোজই দেখা যাচ্ছে কোনো না কোনো তারকাকে। ল্যাকমে ফ্যাশান উইকের শেষ দিনে র্যাম্পে হাঁটতে দেখা গেল দুই কাপুর নন্দিনী, কারিনা ও কারিশ্মাকে। একজন কালো, তো অন্যজন সাদা ডিজাইনার পোশাকে মুগ্ধ করলেন তারা। দেখুন তারই ঝলক। ডিজাইনার শান্তনু নিখিলের পোশাক পরে র্যাম্পে হাঁটেন কারিনা। আর কারিশ্মাকে দেখা যায় পুনিত বালানার ডিজাইন করা পোশাক পরে র্যাম্পে হাঁটের করিশ্মা। এছাড়াও আরো অনেক তারকার অনেক ডিজাইনাদের পোশাক পরে র্যাম্পে হেঁটেছেন। আসুন ছবিতে ছবিতে দেখে নেই তারই কিছু ঝলক।
.jpg?1549343863951)
১. ল্যাকমে ফ্যাশান উইকে র্যাম্পে হাঁটলেন শর্মিলা কন্যা সোহা আলি খান।
.jpg?1549343873151)
২. কারিনা কাপুর খান। ডিজাইনার সান্তুনু ও নিখিলের পোশাকে।
.jpg?1549343881520)
৩. মনি রয়, পায়েল সিঙ্গালের ডিজাইন করা লেহেঙ্গায়।
.jpg?1549343895695)
৪. মালাইকা আরোরা, মনজ আগারোয়ালের ডিজাইন করা গাউনে।
.jpg?1549344055626)
৫. মালবিকা মোহনা, ইরিনার পোশাকে এনেছেন ভিন্ন লুক।
.jpg?1549344046890)
৬. শ্রিয়া সোমের পোশাকে লিজা হেডেন যেন স্বপ্ন সুন্দরী।
.jpg?1549344038361)
৭. কৃতি খারবান্ড, শুকৃতি ও আকৃতির পোশাকে।
.jpg?1549344030617)
৮. কারিশ্মাকে হাঁটতে দেখা গেল পুনিত বালানের ডিজাইন করা পোশাকে।
.jpg?1549344022634)
৯. চমক দিলেন করণ জোহরও।
.jpg?1549344014833)
১০. র্যাম্পে দেখা গেল ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফকেও।
.jpg?1549344006490)
১১. মিশরুর ডিজাইন করা পোশাকে মুগ্ধ করলেন ডায়না পেন্টি।
.jpg?1549343999386)
১২. রণবীর সিং গাইলেন গাল্লিবয়ের গান।
.jpg?1549343991899)
১৩. কাঙ্গানা রানাওয়াতকে দেখা গেলো আনুশ্রি রেড্ডির ডিজাইন করা গর্জিয়াস লেঙ্গেয়ায়।
.jpg?1549343984832)
১৪. শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরে রাঘভেন্দ্র রাথোরের ডিজাইন করা কালো পোশাকে।
.jpg?1549343976815)
১৫. আদিত্য রয় কাপুর পরেছিলেন কুণাল রাওয়ালের পোশাক।
.jpg?1549343967272)
১৬. শৈলেশ সিংঘানিয়ার পোশাকে র্যাম্পে হাঁটলেন অদিতি রাও হায়দারি।
.jpg?1549343958248)
১৭. শেহেলার কালো গাউনে মুগ্ধ করলেন ভূমি পেডনেকার।
.jpg?1549343944578)
১৮. রাঘভেন্দ্র রাথোরের ডিজাইন করা পোশাকে অনিল কাপুর।
.jpg?1549343933585)
১৯. আর্জুন রামপাল, সিম্পল ও আরামদায়ক পোশাকে।
.jpg?1549343923519)
২০. ইয়ামি গৌতম, গৌরী ও নেনিকার পোশাকে।
.jpg?1549343916280)
২১. গৌরোভ গুপ্তার পোশাকে অন্য লুকে টাবু।
এছাড়াও আরো অনেক তারকারা ছিলেন ল্যাকমে ফ্যাশান উইকে। আলো ঝলমলে সন্ধ্যাকে আরো ঝলমলে করে তুলার জন্য।
