শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

নজির স্থাপন করলেন পরিচালক খোকন, ভবিষ্যতে...

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে গত রোববার চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাধারন সম্পাদক বদিউল আলম খোকন। তবে একটি ইংরেজি দৈনিকের ফুল গ্রহণ করতে গিয়েই দৃষ্টান্ত স্থাপন করলেন এই পরিচালক নেতা।

 

পত্রিকাটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় বদিউল আলম খোকন ফুল নিতে সামনের সারিতে না দাঁড়িয়ে সিনিয়র পরিচালক আজিজুর রহমানকে দিয়ে শুভেচ্ছা গ্রহণ করেন। সামনে আসতে বললেও তিনি সিনিয়র পরিচালকে সম্মান জানিয়ে সামনে আসেননি। এ ঘটনায় প্রশংসায় পঞ্চমুখ দুবার বিজয়ী এই সাধারণ সম্পাদক।

ঘটনাটি প্রসঙ্গে পরিচাললক আজিজুর রহমান বলেন, চলচ্চিত্র এখন অস্থির সময় পার করছে। সিনিয়দের সম্মান যেন খুব কম চোখে পড়ে। এরই মধ্যে পরিচালক খোকন যে সম্মান দেখালেন এটা নজির স্থাপন করলেন। সবার মাঝে যেন এই বোধ উদয় হয়।

 

বদিউল আলম খোকন বলেন, সিনিয়রদের মূল্যায়ণ দিলে ইন্ডাস্ট্রিতে শান্তি ফিরে আসবে। আর ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি বলেন, এবার আমাদের নতুন কোনো পরিকল্পনা নেই। পুরোনো কিছু পরিকল্পনা আমাদের রয়েছে, সেগুলো শুরু করবো। কারণ বিগত সময়ে বিভিন্ন কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আমরা এগুতে পারিনি। এর আগে যিনি মন্ত্রণালয়ে ছিলেন তিনি একটি প্রতিষ্ঠানের কাছে বন্দি ছিলেন। তিনি যা কিছু করেছেন তার ওই প্রতিষ্ঠানের জন্য করেছেন।

তিনি আরো বলেন, হলগুলো ঠিক করাই আমাদের প্রথম চ্যালেঞ্জ। কারণ আমাদের হল না বাঁচলে সেখানে ছবি প্রদর্শন করা সম্ভব না। সরকারি পদক্ষেপে হলগুলোতে মেশিন বসানো হবে। এ নিয়ে আমরা বর্তমান মন্ত্রীর সাথে কথা বলেছি। তার সাথে আমরা বসবো। আরেকটি প্রধান সমস্যা হচ্ছে প্রযোজকদের হল থেকে টাকা উঠে আসা। এখানে একটি অনিয়ম রয়েছে। অনেক নতুন প্রযোজক ছবি নির্মাণ করতে এসে একটি ছবি নির্মাণের পর তিনি আর কোনো ছবি করেন না। এতে শুধু তিনিই ক্ষতিগ্রস্থ হচ্ছেন না, আমাদের ইন্ডাস্ট্রিও হচ্ছে। কারণ আমাদের নতুন প্রযোজক প্রয়োজন। তারা ব্যবসা করতে পারলে আবারো ছবি নির্মাণ করবে। এতে করে ছবির সংখ্যাও বাড়বে।