পরী-আরজুর ‘জোসনা পড়ে গলে গলে’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি ও নবাগত নায়ক কায়েস আরজু। একজন অন্যজনের হাতে হাত রাখতেই মধুর স্মৃতিতে ভেসে যায়। ঠিক তখনই ব্যাকগ্রাউন্টে বেজে উঠে ‘জোসনা পড়ে গলে গলে’ শিরোনামের গান। তরুণ নির্মাতা শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় ব্যবহার করা হয়েছে এ গানটি।
৩ ফেব্রুয়ারি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে ‘জোসনা পড়ে গলে গলে’ গানটি মুক্তি দেয়া হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন ও ইয়াসমিন লাবণ্য। কবির বকুলের লেখা গানটির সুর করেছেন রাজিব দাস হিল্লোল।
‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন কায়েস আরজু-পরীমনি। অনেক আগেই এর নির্মাণ কাজ শেষ হয়েছে। গত বছর সিনেমাটি মুক্তি দেয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায় সিনেমাটি। এবার সব সংশয় কাটিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এ সিনেমায় গান থাকছে ছয়টি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরী-আরজু ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।
