বুবলির কাছে শাকিবের পাসওয়ার্ড!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:০৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
অনেকদিন অগেই অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে ঢালিউড সুপারস্টার শাকিব খানের। এই সম্পর্কের অবনতির জন্য অপু সরাসরি দায়ি করেছিলেন হালের দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলিকে। শাকিব অপুর সম্পর্কের টানাপোড়েনে অবশেষে তা বিচ্ছেদে রূপ নেয়। তবে বুবলির সঙ্গে শাকিব খানের সম্পর্কের কোনো পরিবর্তন চোখে পড়েনি। অনেকই ধারণা করেন তারা হয়ত গোপনে বিয়ে করেছেন। কিন্তু শাকিব খানের এই গোপনীয়তার সেই পাসওয়ার্ড রয়েছে অভিনেত্রী বুবলির কাছেই।
তবে সেটা লোক মুখে গসিব পর্যন্তই রয়ে গেছে। কারণ এই বিষয়টি উপযুক্ত প্রমাণসহ এখনো প্রকাশ করতে পারেননি কেউই। বাস্তবে যাই হোক তবে পর্দায় আসছে তাদের ‘পাসওয়ার্ড’ নামে একটি চলচ্চিত্র। গুণি নির্মাতা মালেক আফসারীর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য এই চলচ্চিত্রটি নির্মাণ করবেন আফসারী নিজেই। সম্প্রতি বিষয়টি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। চলচ্চিত্রটি পরিচালনা করবেন মো. ইকবাল হোসেন।
ইকবাল হোসেন বলেন, আমাদের নতুন এই চলচ্চিত্রটি নির্মাণ করবেন গুণী নির্মাতা মালেক আফসারী। পরিচালকের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে এই চলচ্চিত্রটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলি। তবে চলচ্চিত্রটির নাম ‘পাসওয়ার্ড’ এখনো চূড়ান্ত নয়। এই নামটি পরিবর্তন হতে পারে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।
