রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

সরকারি হল আরো তিন কলেজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

আরো তিনটি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। কলেজগুলো হলো- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, জয়পুরহাটের কালাই উপজেলার কালাই মহিলা ডিগ্রি কলেজ, বগুড়ার শাজাহানপুর উপজেলার কমরউদ্দিন ইসলামিয়া কলেজ।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব আবু কায়সার খান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারি আত্মিকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে কলেজগুলো সরকারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারিকরণের সরকারি আদেশ (জিও) ৪ ফেব্রুয়ারি জারি হলেও ২ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হবে।