বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫   শ্রাবণ ১৫ ১৪৩২   ০৫ সফর ১৪৪৭

স্মার্টফোনে পিসির স্টোরেজ দিচ্ছে স্যামসাং!‍

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৬ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

গত বছর স্মার্টফোনের অপ্রত্যাশিত স্টোরেজ বাজারে এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল স্যামসাং। গ্যালাক্সি নোট নাইন ডিভাইসটিতে বিল্টইন স্টোরেজ দেয়া হয়েছিল ৫১২ গিগাবাইট। যা স্মার্টফোন দুনিয়ায় প্রথম। আবারো নতুন রেকর্ডের ধারপ্রান্তে প্রতিষ্ঠানটি। এবার ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা দিতে প্রস্তুত প্রতিষ্ঠানটি!

 

এনডিটিভির খবরে বলা হয়েছে, স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন গ্যালাক্সি এসটেনে এ সুবিধা যুক্ত হবে। গত সপ্তাহে কোরিয়ান প্রতিষ্ঠানটি ১ টেরাবাইটের এমবেডেড ইউনিভার্সাল ফ্লাশ স্টোরেজের (ইইউএফএস) ব্যাপক উৎপাদন শুরুর ঘোষণা দেয়।

স্যামসাংয়ের দাবি, স্মার্টফোন খাতে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। এ অর্জন পরবর্তী প্রজন্মের স্মার্টফোনে নোটবুকের মতো আরো বেশি সুবিধা দিতে সহায়তা করবে। প্রতিষ্ঠানটি জানায়, ১ টেরাবাইট স্টোরেজের সুবাদে ব্যবহারকারী ফোরকে রেজল্যুশনের ১০ মিনিটের ২৬০টি ভিডিও জমা রাখতে পারবেন, যা ৬৪ জিবি স্টোরেজের চেয়ে ১৩ গুণ বেশি।