এবার সিঙ্গাপুরে সিয়াম-পূজা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪২ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
মুক্তির পর থেকে ব্যাপক সারা ফেলেছে সিয়াম-পূজা জুটির দ্বিতীয় চলচ্চিত্র ‘দহন’। দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি একযোগে ১২টি টেলিভিশন চ্যানেলে প্রদর্শিত হওয়ার রেকর্ড করেছে চলচ্চিত্রটি। এছাড়া দুই সপ্তাহ আগে কানাডার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে দহন। আর এর মাধ্যমে কানাডার দর্শকদের কাছে পৌঁছে গেছে সিয়াম-পূজা।
এবার চলচ্চিত্রটি দেখতে পাবেন সিঙ্গাপুরের দর্শক। তারা দেখতে পাবে সিয়াম-পূজা জুটির রসায়ন। বিষয়টি ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠিান জাজ মাল্টিমিডিয়ার জেনারেল ম্যানেজার সবুজ।
তিনি বলেন, ‘এখনো দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিয়াম ও পূজা অভিনীত ‘দহন’। এর আগে কানাডায় প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রটি। এবার সিঙ্গাপুরে প্রদর্শিত হবে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি সেখানে ৫ ও ৬ ফেব্রুয়ারি দেখানো হবে। এবার সিঙ্গাপুরের কার্নিভাল সিনেমা ও পুঙ্গলে দেখানো হবে দহনের চারটি শো’।
তিনি বলেন, ‘দেশে দহন বেশ আলোচিত হয়েছে। এ কারণে দেশের বাইরে বাংলা ভাষাভাষী দর্শকের কাছে চলচ্চিত্রটি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। কানাডায় বেশ প্রশংসা পেয়েছে। সামনে মধ্যপ্রাচ্যেরও বেশ কয়েকটি শহরে প্রদর্শিত হবে এটি। এভাবেই সারাবিশ্বে নানা প্রান্তে ছড়িয়ে যাবে বাংলা সিনেমা।
‘দহন’এ সিয়াম-পূজা ছাড়া আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, জাকিয়া বারী মম, নীমা রহমান, ফজলুর রহমান বাবু, শিমুল খান, রিপা রাজ প্রমুখ।
