বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

টাক মাথার লোকেরাই বেশি বুদ্ধিমান, আকর্ষণীয়ও

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩০ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

টাক মাথাওয়ালাদের নিয়ে জরিপের একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বখ্যাত সাময়িকী বিজনেস ইনসাইডার। জরিপে জানানো হয়েছে, পৃথিবীতে টাক মাথার লোকেরাই বেশি তেজস্বী, সফল এবং বুদ্ধিমান।

 

পেনসিলভানিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানী আলবার্ট ই. ম্যানেজ ২০১২ সালে টাক মাথার লোকদের নিয়ে একটি জরিপ চালান। জরিপের অংশ হিসেবে তিনি ৫৯টি বিষয় বেছে নেন। এরপর সেই বিষয়গুলোকে ছবিতে তুলে আনেন তিনি। কোনো ছবিতে চুলসহ, আবার কোনো ছবিতে টাক মাথা হিসেবে চিত্রায়িত করা হয় তাদের।

জরিপে অংশগ্রহণকারীরা একই ব্যক্তির দুই রকম ছবি দেখে টাক মাথার লোকটিকেই বেশি আকর্ষণীয় বলে মত দিয়েছেন।

 

কারিগরি-উদ্যোক্তা সেথ গডিন এ জরিপের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, টাক একজন মানুষকে সবার সামনে একটু অন্যভাবে উপস্থাপন করে।