শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘নৌকার গণজোয়ারে ভেসে যাবে সব অপশক্তি’

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেছেন, সারাদেশে আওয়ামী লীগের পক্ষে গণজোয়ার বইছে, ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে নৌকার গণজোয়ারে সব অপশক্তি ভেসে যাবে। দেশের মানুষ আর আগুন সন্ত্রাস চায় না, শান্তি চায়। তাই মানুষ উন্নয়নের মার্কায় ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে।

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর-৪ আসনের বিভিন্ন ইউপিতে মহাজোটের যুক্তফ্রন্টের প্রার্থী বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আবদুল মান্নানের পক্ষে প্রচারণা চালানোর সময় তিনি এসব কথা বলেন।

 

ফরিদুন্নাহার লাইলী বলেন, বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছি। দেশের সব কিছুতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

সাবেক এ এমপি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে সন্ত্রাস ছাড়া কিছু হয় না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মো. আবু তাহের, রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ উদ্দিন চৌধুরী, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার, আওয়ামী লীগের নির্বাচনী উপ-কমিটির সদস্য আবদুল্যা আল-মামুন প্রমুখ।