শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

অসুস্থ আশরাফের পক্ষে ভোট চাইতে বললেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের জন্য ভোট প্রার্থনা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সৈয়দ আশরাফ যেহেতু অসুস্থ এবং নির্বাচনের মাঠে নেই, তাই তার হয়ে আপনারা সবাই কাজ করবেন।

মঙ্গলবার বিকেলে ধানমন্ডির সুধাসদন থেকে বান্দরবান, নড়াইল ও কিশোরগঞ্জ জেলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সরাসরি ভিডিও কনফারেন্স একথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

 

ভিডিও কনফারেন্সে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, কিশোরগঞ্জের মানুষ সবসময় নৌকার পাশে থেকেছে। এবারও সবাই নৌকায় ভোট দেবে বলে আশা করি। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে ঐতিহ্য ধরে রাখবেন।

শেখ হাসিনা বলেন, সৈয়দ আশরাফ অনেক দিন দলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এক-এগারোর সময় দলের জন্য কাজ করেছেন। তার অবদান অনেক। সে আজ অসুস্থ। তার জন্য নির্বাচনটাকে নিজের মনে করে আপনারা সবাই কাজ করবেন। সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে সেজন্য দোয়া করবেন।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-১ আসনে ১৯৯৬ সাল থেকে পরপর চারবার আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ায় বর্তমানে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন।