বুধবার   ০১ মে ২০২৪   বৈশাখ ১৭ ১৪৩১   ২২ শাওয়াল ১৪৪৫

নেইমারকে ছাড়া জিততে পারছে না পিএসজি!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

নেইমারের সর্বশেষ চোটের পর তাকে ছাড়া গতকালই প্রথম বড় ম্যাচ খেলতে নেমেছিল পিএসজি। নেইমারকে ছাড়া বড় ম্যাচগুলোতে পিএসজি কেমন খেলে, তা দেখার অপেক্ষায় থাকা ফুটবল ভক্তদের হতাশ করে ২-১ গোলে লিওঁর কাছে হেরেছে তারা।

গত মাসের শেষ দিকে ফরাসি কাপে এক ম্যাচে স্ট্রাসবুর্গের বিপক্ষে খেলতে নেমে পায়ের চোটে পড়েছিলেন নেইমার। জানা গেছে, দশ সপ্তাহ মাঠে বাইরে কাটাতে হবে তাকে। নেইমারকে ছাড়া কীভাবে খেলবে পিএসজি, এই দুশ্চিন্তায় যারা ছিলেন, তাদের কপালে চিন্তার ভাঁজ গতকাল আরেকটু বাড়িয়েছেন এমবাপ্পে-কাভানিরা। লিওঁর সঙ্গে হেরে এই মৌসুমে লিগে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

লিওঁর মাঠে খেলতে গিয়ে গতকাল সাত মিনিটেই আর্জেন্টাইন উইঙ্গার আনহেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। ৩৩ মিনিটে লিওঁর হয়ে ফরাসি স্ট্রাইকার মুসা দেম্বেলে গোলটা পরিশোধ করে দেন। দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় পিএসজির ব্রাজিলিয়ান সেন্টারব্যাক থিয়াগো সিলভা দেম্বেলেকে ডিবক্সের মধ্যে ফাউল করে বসলে পেনাল্টি পায় লিওঁ। সেই পেনাল্টি থেকে গোল করে এই মৌসুমে পিএসজিকে লিগে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ দেন ফরাসি মিডফিল্ডার নাবিল ফেকির। নেইমারহীন পিএসজিকে পেয়ে একদম তাল মিলিয়ে লড়েছে লিওঁ। গোল করার জন্য পিএসজি যেখানে শট নিয়েছে ১৬ বার, লিওঁ নিয়েছে ১৪ বার। গোলমুখ শট পিএসজির ৯টা থাকলেও, লিওঁর ছিল দশটা।

ম্যাচ হারলেও পয়েন্ট তালিকায় এখনো শীর্ষে আছে নেইমার-কাভানি-এমবাপ্পেদের দল। দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে দশ পয়েন্টে এগিয়ে তারা। পিএসজির চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে লিওঁ আছে তৃতীয় স্থানে।

নেইমারের অভাব কি তাহলে অনুভব করছে পিএসজি? জার্মান কোচ টমাস টুখেল মানতে চাইলেন না সেটা, ‘আমার মনে হয় না আমরা নেইমারকে মিস করেছি। তবেও এটাও সত্যি কথা দ্বিতীয় নেইমার বা দ্বিতীয় ভেরাত্তি (ইতালিয়ান মিডফিল্ডার) কে পাওয়া সম্ভব না। বেশ কিছু সুযোগ পেয়েছিলাম আমরা গোল করার, যা আমরা কাজে লাগাতে পারিনি। ওদিকে লিওঁ তাদের সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগাতে পেরেছে। প্রথমে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছি আমরা, যার মাশুল আমাদের দিতে হয়েছে ম্যাচশেষে।’

মোটামুটি মাস দুয়েক মাঠে নামতে পারবেন না নেইমার। ফলে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দুটোতে পাওয়া যাবে না তাকে। নেইমারহীন পিএসজি চ্যাম্পিয়নস লিগে কত দূর যেতে পারে, এখন দেখার বিষয় সেটাই।