শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তারকা ব্যাডমিন্টন লীগে জয়ী আসিফ আকবর

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সেলিব্রিটি ব্যাডমিন্টন লীগ (সিবিএল)। রোববার সন্ধ্যায় এফডিসি ক্যান্টিন সংলগ্ন মাঠে আসরের শেষ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে খেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, আতিক বাবু, লিজা বনাম সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন ও কণ্ঠশিল্পী রাজীব।

এতে বিজয়ী হন কণ্ঠশিল্পী আসিফ আকবরের টিম। প্রথম আয়োজিত এ প্রতিযোগিতায় জয়ের জন্য লড়ে ১২টি দল। নাটক, চলচ্চিত্র ও সঙ্গীত তারকারা খেলায় অংশ নেন।

নূর ক্রিয়েশন আয়োজিত সেলিব্রেটি ব্যাডমিন্টন লীগের (সিবিএল) আয়োজক হিসেবে ছিলেন লিমন আহমেদ ও মুরাদ নূর।

টুর্নামেন্টে খেলেছেন নায়ক আনিসুর রহমান মিলন, নিরব, খল-অভিনেতা ডন, বাপ্পি চৌধুরী, জয় চৌধুরী, সাঞ্জু জন, সাইফ চন্দন, শিমুল খান, কাজী শুভ, প্রত্যয় খান, ইমন, মুরাদ পারভেজ, তৌসিফ প্রমুখ। 

‘সাম্পান’ ও ‘পানসি’ এই দুটি গ্রুপে ভাগ করা হয় দলগুলোকে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজকরা শ্রদ্ধা জানিয়েছেন সদ্যপ্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনকে।