শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘আমি কখনো মহাভারতের ঘোষণা দিইনি’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

চারটি নতুন চিত্রনাট্য পড়ছেন আমির খান। কোন সিনেমাটি করবেন এখনো সিদ্ধান্ত নেননি। তবে জানিয়ে রাখলেন, সম্ভাব্য ছবিতে তাকে রোগা চেহারায় দেখা যাবে। এর জন্য তিনি প্রস্তুতি শুরু করবেন।

 

এ অভিনেতাকে সর্বশেষ দেখা যায় নভেম্বরে মুক্তি পাওয়া ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায়। বক্স অফিসে ব্যর্থ সিনেমাটিতে আরও অভিনয় করেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নতুন সিনেমা প্রসঙ্গে জানালেন আমির খান। বললেন, মাসখানেকের মধ্যে নিশ্চিত হতে পারবেন কোন চিত্রনাট্যে অভিনয় করবেন।

তিনি বলেন, “আমার হাতে চারটি ভালো চিত্রনাট্য রয়েছে। আমি জানি না কোনটি হতে যাচ্ছে পরবর্তী সিনেমা। শতভাগ নিশ্চিত হতে পারিনি তবে মাসখানেকের মধ্যে জেনে যাবো। সিনেমাটি আমার প্রযোজিত হওয়ার সম্ভাবনা বেশি।”

আমির খান জানান, ফেব্রুয়ারি থেকে ডায়েট ও ব্যায়াম শুরু করবেন। বলেন, “পরবর্তী ছবির জন্য প্রস্তুতি শুরু করব। কারণ এতে আমাকে রোগা-পাতলা দেখাবে। আমার বিবেচনায় দুটি ছবি রয়েছে। আর দুটিতেই আমাকে রোগা দেখাবে।”

অনেক দিন ধরে গুজব রয়েছে, ‘মহাভারত’ নিয়ে সিরিজ করবেন আমির। এ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে বলেন, “আমি কখনো মহাভারতের ঘোষণা দিইনি। আপনার অনুমান করেছেন আমি এটি করছি। এখন আপনার অনুমান করুন করব কিনা। যখন আমি কিছু নির্মাণ করতে চাই তখন আমিই আপনাদের বলব।”

সঙ্গে যোগ করেন, “আমি গুজবে প্রতিক্রিয়া দেখাতে চাই না। যখন আমি কোনো কিছুর ঘোষণা দিই, তখন ওই বিষয়ে উত্তর দেব।”