সালমানকে এড়াতে যা করলেন ঐশ্বরিয়া
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমায় সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দুর্দান্ত রসায়নের কথা বলিউড দর্শকদের আজও মনে আছে। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের ভাঙনের কারণে এ জুটিকে পর্দায় দেখা যায়নি পরে।
পরস্পরকে বরাবরই এড়িয়ে যান সালমান ও ঐশ্বরিয়া। এই যেমন; সম্প্রতি এক পার্টিতে হাজির হয়ে অভিনব কৌশল অবলম্বন করেন তারা।
নিজের জন্মদিনে মুম্বাইয়ে প্রাইভেট পার্টির আয়োজন করেছিলেন বিখ্যাত পরিচালক সুভাষ ঘাই। সেই পার্টিতে হাজির ছিলেন সালমান ও ঐশ্বরিয়া। তবে ভেন্যুতে দুজন আলাদা গেট দিয়ে ঢোকেন। সুভাষের সঙ্গে দেখা করার পর আবার আলাদা গেট দিয়ে বেরিয়ে যান।
সব মিলিয়ে এক পার্টিতে হাজির হলেও দেখা হয়নি সালমান-ঐশ্বরিয়ার। একে অপরকে প্রকাশ্যে এড়িয়ে চলার রেওয়াজ এখনো মেনে চলছেন তারা।
দুই তারকার সম্পর্ক তিক্ত হয়েছে বহু বছর। ২০০১ সালে সংবাদ সম্মেলনে ডেকে সালমানের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেন ঐশ্বরিয়া। নির্যাতনের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন সালমান। হ্যাশট্যাগ মিটু আন্দোলনকে কেন্দ্র করে বলিউডের অনেক অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে সম্প্রতি। তবে পুরোনো তিক্ততা নিয়ে কোনো মন্তব্য করেননি সাবেক বিশ্বসুন্দরী।
