শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

দেবাশীষ বিশ্বাসের নতুন ছবিতে আঁচল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস নির্মাণ করতে যাচ্ছেন নতুন ছবি ‘প্রিয়জন প্রয়োজন’। নিজের জন্মদিনে প্রযোজকের কাছ থেকে এ ছবিটি উপহার পান দেবাশীষ। এ বিষয়ে দেবাশীষ বিশ্বাস দেশ রূপান্তরকে বলেন, ‘আমার জন্মদিনেই নতুন সিনেমা উপহার পেয়েছি প্রযোজকের কাছ থেকে।’

 

বনানীর একটি রেস্টুরেন্টে মিডিয়ার অনেককে ডেকে এই ছবির ঘোষণা করেন তিনি। এটি একটি রোমান্টিক-কমেডি গল্প নিয়ে তৈরি হবে। নায়িকা হিসেবে থাকবেন আঁচল। নায়ক কে হবেন সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

উল্লেখ্য দেবাশীষ বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবি নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অপরদিকে আঁচল কাজ করছেন ‘রাগী’ ছবিতে।