শনিবার   ১৮ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১   ১০ জ্বিলকদ ১৪৪৫

বিরিয়ানির দাম দিতে না পারায় জামা-প্যান্ট খুলে নিল দোকানি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০২ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

ঘটনাটা ভারতের। হুগলির পাণ্ডুয়ার এক রেস্টুরেন্ট এ খেতে গিয়েছিলেন এক যুবক। এরপর সেখানে ভরপেট বিরিয়ানি খান। কিন্তু বাঁধ সাধে দাম দিতে গিয়ে। যুবক দেখেন তার পকেটে টাকা নেই। ওদিকে দোকানদারও ছাড়বে না। শেষে যুবকের প্যান্ট শার্ট খুলে নেন দোকানদার। তবে শেষ শেষ রেহাই পেয়েছিলেন ওই যুবক। জানা যায়, আশপাশের স্থানীয় দোকানদাররা চাঁদা তুলে বিপদগ্রস্ত ওই যুবকের পাশে দাঁড়ান তারা।   

 

জানাা যায়,  হুগলির পাণ্ডুয়া- কালনা রোডের মুখে মুহম্মদ  মুস্তাফার বিরিয়ানির দোকানে শুক্রবার সন্ধ্যায় এক অজ্ঞাত পরিচয় যুবক আসে। পরপর  তিন প্লেট বিরিয়ানি খেয়ে ফেলে যুবক। তিন প্লেট বিরিয়ানির বিল হয় ২১০ টাকা। কিন্তু ওই যুবক পকেট হাতড়ে জানায় তার কাছে টাকা নেই। কিন্তু দোকানদারও টাকা না দিয়ে তাকে ছাড়বে না। শেষে টাকা না পেয়ে যুবকের প্যান্ট শার্ট খুলে নেয় দোকানদার। চোখের সামনে এমন অপমানজনক দৃশ্য দেখে স্থানীয়  ব্যবসায়ীরা ওই যুবকের পাশে দাঁড়ান। চাঁদা তুলে বিল পরিশোধ করে দেন। পরে যুবকটি তার প্যান্ট শার্ট ফেরত পান। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে হুগলির ওই  এলাকায়।