সৌদি আরবে মারিয়া ক্যারির কনসার্ট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া একটি কনসার্টে অংশ নিতে যাচ্ছেন আমেরিকান গায়িকা মারিয়া ক্যারি। দেশটির প্রথম আন্তর্জাতিক গালফ টুর্নামেন্টের অংশ হিসেবে এ আয়োজনটি রাখা হয়েছে।
আরব নিউজের এক প্রতিবেদনে জানা যায়, এবারই প্রথম দেশটিতে পারফর্ম করতে যাচ্ছেন আমেরিকার জনপ্রিয় এ গায়িকা।
ওই আয়োজনে আরও পারফর্ম করবেন পর্তুগালের ডিজে টিয়েসটো, ইয়েমেন-আমিরাত বংশোদ্ভূত গায়ক বালকিস ফাথি ও জ্যামাইকার র্যাপার সিন পল।
কিং আব্দুল্লাহ ইকোনমিক সিটিতে ৩১ জানুয়ারি গান শোনাবেন মারিয়া ক্যারি। আর পুরো আয়োজনটি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
সমসাময়িক শিল্পীদের মধ্যে মারিয়া প্রথম যিনি সৌদি আরবে পারফর্ম করতে যাচ্ছেন। সৌদি আরবে সাম্প্রতিক সময়ে এ ধরনের একাধিক লাইভ কনসার্ট হয়েছে। এর পেছনে রয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা।

২০১৬ সালের অক্টোবরে নিউ ইয়র্ক ভিত্তিক থিয়েটার গ্রুপ ইলুমিনেট রিয়াদে সংগীত ও নৃত্য পরিবেশন করে। দেশটিতে এ ধরনের প্রকাশ্য অনুষ্ঠান তখন ছিল একদমই বিরল।
পরের বছর জানুয়ারিতে জেদ্দায় লাইভ পারফর্ম করেন সৌদি তারকা মোহাম্মদ আবদু। সঙ্গে ছিলেন দেশটির আরেক শিল্পী রেবাহ সাগের ও ইরানি-সৌদি গায়ক মাজিদ আল-মুহান্দিস। সাত বছরের মধ্যে এটি ছিল শহরের প্রথম প্রকাশ্য মিউজিক কনসার্ট।
সর্বশেষ ডিসেম্বরে রিয়াদে তিনদিনের এক সংগীত অনুষ্ঠানে গান করে স্পেনিশ-আমেরিকান গান এনরিক ইগলেসিয়াস, ব্ল্যাক আইড পিয়াস ও ডেভিড গুয়েটা।
