শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

পারিশ্রমিক কমাতে বাধ্য হলেন রজনীকান্ত

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রজনীকান্ত। নাম প্রকাশ না হওয়া ছবিটি পরিচালনা করছেন এ আর মুরুগাডস। প্রযোজনা করছে লাইকা প্রোডাকশনস। জানা গেছে, রজনীকান্ত অভিনীত প্রতিষ্ঠানটির আগের সিনেমা লাভজনক হয়নি। তাই পারিশ্রমিক কমিয়েছেন নায়ক।

নতুন সিনেমার কাহিনি রাজনৈতিক ঘটনা নিয়ে। শুটিং শুরু হবে মার্চের শেষ দিকে। এর জন্য ৯০ দিনের শিডিউল দিয়েছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার।

 

এর আগে লাইকার সঙ্গে সাই-ফাই সিনেমা ‘২.০’ করেন রজনীকান্ত। ভিলেন চরিত্রে ছিলেন অক্ষয় কুমার, পরিচালনা করেন শঙ্কর। সিনেমাটি বক্স অফিসে একাধিক রেকর্ড গড়ে। কিন্তু বাজেটের বিবেচনায় সিনেমাটি ততটা লাভজনক হয়নি।

একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ডিএনএ ইন্ডিয়া জানায়, রজনীকান্ত এ কারণে পারিশ্রমিক কমাতে সম্মত হয়েছেন।

মুরুগাডস নির্মিত সর্বশেষ সিনেমা ‘সরকার’। ব্লকবাস্টার সিনেমাটিতে নায়িকা হয়েছেন কীর্তি সুরেশ। শোনা যাচ্ছে, রজনীকান্তের বিপরীতেও তিনি অভিনয় করবেন। সংগীত করবেন এ আর রহমান।

কয়েক সপ্তাহ আগে গুঞ্জন উঠে, মুরুগাডসের সিনেমাটির নাম ‘নারাকালি’ (দ্য চেয়ার)।  তবে পরিচালক খবরটি অস্বীকার করেছেন।

রজনীকান্তকে সর্বশেষ দেখা গেছে ‘পেটা’য়। অপেক্ষাকৃত কম বাজেটের সিনেমাটি ভালো ব্যবসা করেছে।