প্যাডম্যানের পর অক্ষয়-সোনম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ মাত্র মুক্তি পেয়েছে। ভিন্নধর্মী গল্প ও অভিনয়ের কারণে প্রশংসা পাচ্ছেন সোনম কাপুর। অন্যদিকে সর্বশেষ ‘২.০’ সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যায় অক্ষয় কুমারকে। শোনা যাচ্ছে, ‘প্যাডম্যান’-এর পর ফের তাদের একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে।
ভারতীয় গণমাধ্যমে খবর, রোহিত শেঠি পরিচালিত ‘সূর্যবংশী’তে কাজ করবেন তারা। এ পরিচালকের সর্বশেষ সিনেমা ‘সিম্বা’য় ক্যামিও চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার। এরপরই শোনা যায়, ‘খিলাড়ি’ তারকাকে নিয়ে কপ থ্রিলার নির্মাণে যাচ্ছেন রোহিত। আর ওই ছবির জন্য ইতিমধ্যে সোনমের সঙ্গে কথা বলেছেন পরিচালক।
শুরুতে গুঞ্জন ওঠে, এ চরিত্রের জন্য ভাবা হয়েছে ক্যাটরিনা কাইফকে। সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন স্বয়ং রোহিত।
তিনি বলেন, অক্ষয়-ক্যাটরিনার ফের জুটি হওয়ার খবর সত্য নয়। এখন ‘সূর্যবংশী’র চিত্রনাট্য লেখা হচ্ছে। সোনম যদি রাজি হন, তাহলে অক্ষয়ের সঙ্গে তৃতীয়বার কাজ করবেন তিনি। তাদের প্রথমবার দেখা যায় ‘থ্যাংক ইউ’ সিনেমায়।
‘সূর্যবংশী’তে অক্ষয়কে দেখা যাবে সন্ত্রাসী বিরোধী বাহিনীর কর্মকর্তা চরিত্রে। এপ্রিলেই এ ছবির শুটিং শুরু হবে।
