শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রকাশ্যে দীপিকাকে রণবীরের চুমু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪২ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

বাইরে পাপারাজ্জিদের ভিড়। বলিউডের সবথেকে আলোচিত ও প্রিয় দম্পতি দীপিকা ও রণবীর ডিনার শেষে বেরিয়ে আসতেই শুরু হয় ছবি তোলা। গলি বয় অভিনেতা সেই সময়েই দীপিকার কপালে আলতো একটা চুমু খেলেন। এই দু'জনের ভালোবাসার প্রকাশের ভঙ্গিমাও বেশ নিজস্ব, আর রোমান্টিক। সেই ছবিই ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

 

এই মাসের শুরুতেই মুক্তি পেতে চলেছে রণবীর অভিনীত গলি বয়। সেই সিনেমার শেষ মুহূর্তের প্রচারের কাজে ব্যস্ত রণবীর সিং। এই ব্যস্ততার মধ্যেও স্ত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে নৈশভোজের সময় কাটাতে আসেন রণবীর। বলিউডের এই তারকা দম্পতি মুম্বাইয়ের জুহুর বিখ্যাত সোহো হাউসে রেস্তোরাঁয় ডিনার সারেন।

 

দীপিকা তার এই ডিনার ডেটের জন্য একটি ক্যাজুয়াল কালো টি শার্ট এবং ডেনিম বেছে নিয়েছিলেন। সঙ্গে তার ব্রেসলেট, একটি ঘড়ি এবং বিয়ের আংটি। তার পরীক্ষামূলক ফ্যাশনের জন্য পরিচিত রণবীর সিং, সাদা ট্র্যাক প্যান্ট দিয়ে একটি ব্যাগি গুচি সোয়েট শার্ট পরেছিলেন।

রণবীর সিং বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র গলি বয়ের প্রচারের সঙ্গে ব্যস্ত, এই সিনেমায় আলিয়া ভাটও অভিনয় করেছেন। গলি বয় ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

২০১৮ সালের পদ্মাবত সিনেমায় শেষবার রণবীর সিংয়ের সঙ্গে কাজ করেছিলেন দীপিকা পাডুকোন। তিনি মেঘনা গুলজারের ‘ছাপাক' সিনেমার কাজে ব্যস্ত।