সোমবার   ২৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৫ ১৪৩১   ২০ শাওয়াল ১৪৪৫

এবার ‘থ্রি’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

দ্বিতীয়বারের মতো জুটি হতে যাচ্ছেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। তাদের এর আগে দেখা যায় ‘এবিসিডি টু’তে। ওই সিনেমার পরিচালক রেমো ডি সুজাই বানাচ্ছেন ‘থ্রি’।

ইতিমধ্যে পাঞ্জাবে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। শ্রদ্ধা ও অন্য অভিনেত্রী নোরা ফাতেহি ১০ ফেব্রুয়ারি ‘থ্রি’ টিমের সঙ্গে যোগ দেবেন লন্ডনে। চলতি বছরের মাঝামাঝিতে শেষ হবে ছবির দৃশ্যায়ন।

 

এ সিনেমার সঙ্গে ‘এবিসিডি টু’র ধারাবাহিকতা থাকলেও শ্রদ্ধা ও বরুণকে দেখা যাবে প্রতিদ্বন্দ্বী দলের সদস্য হিসেবে। দুর্দান্ত কিছু ড্যান্স মুডে তারা পর্দা মাতাবেন, যা এ সিরিজের আগের দুই সিনেমার কোনোটিতে দেখা যায়নি।

সিনেমাটির প্রযোজনা করবেন টি-সিরিজের ভূষণ কুমার। তিনি নিজেও নাচের ভক্ত। ভূষণ সিদ্ধান্ত নিয়েছেন ‘থ্রি’তে যোগ করবেন পুরোনো ‍দুটি গান। অবশ্যই নতুন সংগীতায়োজনে। তিনি জানান, একটি হবে ১৯৯০ এর দশকের জনপ্রিয় গান। অন্যটি গুরু রানধাওয়ার গান।

জানা গেছে, ‘থ্রি’ নির্মিত হবে বড় বাজেটে। বলিউডের সবচেয়ে বড় নাচের সিনেমা হতে যাচ্ছে এটি। প্রাচ্য ও পাশ্চাত্যের একাধিক ড্যান্স ফর্মের সঙ্গে তাল মেলাবেন তারকারা।

২০১৫ সালে মুক্তি পায় ‘এবিসিডি টু’। ৬৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করে ১৬৫ কোটি রুপি।  এর দুই বছর আগে মুক্তি পাওয়া ‘এবিসিডি’ ২০ কোটি রুপি বাজেটের বিপরীতে আয় করে ৭৬ কোটি রুপি। তবে প্রথম সিনেমার সঙ্গে দ্বিতীয় কিস্তির গল্পের কোনো মিল নেই।