সালমান ইউসুফের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫৯ এএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের হল একটি ডান্স রিয়্যালিটি শো-এর বিজেতা সালমান ইউসুফ খানের বিরুদ্ধে। ৩০ জানুয়ারি মুম্বাইয়ের ওশিয়াড়া পুলিশ স্টেশনে এক নারী অভিযোগ করে জানায়, তাকে বিভিন্ন অনুষ্ঠানে শ্লীলতাহানি করেছে সালমান।
ডেকান ক্রনিকল-এ প্রকাশিত খবর অনুযায়ী, ওই নারী নিজেও ডান্সার। তার অভিযোগ, দুটি পৃথক অনুষ্ঠানে নারী এবং তার ভাইয়ের সঙ্গে আপত্তিজনক ব্যবহার করেছেন সালমান।
কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, সালমানের ম্যানেজার গত বছর আগস্টে তার সঙ্গে যোগাযোগ করেন যখন তিনি লন্ডনে একটি নাচের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। লন্ডন থেকে ফিরে সালমানের সঙ্গে আন্ধেরির একটি কফিশপে দেখা করেন তিনি। তখনই দুবাইয়ে তার পারফর্ম করার প্রস্তাব দেন সালমান।
দুবাইয়েরঅনুষ্ঠানেই নারীর সঙ্গে সালমান অভব্য আচরণ করেন প্রথম, অভিযোগপত্রে এমনই জানিয়েছেন নারী। তাকে বারবার স্পর্শও করেন সালমান। এরপর দুবাইয়ে একটি স্থান থেকে অন্যস্থানে যাওয়ার সময় গাড়ির মদ্যেও এই ধরণের আচরণের শিকার হন ঐ নারী। মুম্বাইয়ে ফিরে এসে তিনি এফআইআর দায়ের করেন। সালমান ইউসুফ খানের পক্ষ থেকে এখনও কোনও বক্তব্য জানা যায়নি।
