কপিল শর্মার বিয়ের রিসেপশনে থাকবেন মোদী!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫২ এএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রোববার
গত বছরের ১২ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছেন কমেডিয়ান কপিল শর্মা ও গিন্নি ছত্রাত। ২ ফেব্রুয়ারি (আজ) দিল্লিতে তাদের বিয়ের রিসেপশন।

নিমন্ত্রিত মোদী
জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, সেই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তত একটি সূত্র এমনই খবর পাওয়া যাচ্ছে।

দু'বার রিসেপশন
কপিল-গিন্নি অবশ্য এর মধ্যে দু'বার তাদের বিয়ের রিসেপশন সেরেছেন। একটি হয়েছে মুম্বাইতে। অপরটি হয়েছে অমৃতসরে।

দিল্লির আকর্ষণ
তবে দিল্লির রিসেপশনের আকর্ষণই বেশি। কারণ, এবারই গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা থেকে শুরু করে আরও অনেকে উপস্থিত থাকবেন।

মোদী থাকবেন!
সেখানে নরেন্দ্র মোদী উপস্থিত হলে যে তিনি আকর্ষণের কেন্দ্রে থাকবেন তা বলাই বাহুল্য।

টুইট-রিটুইট
জানুয়ারির ১৯ তারিখ মুম্বাইতে ভারতীয় সিনেমার জাদুঘর উদ্বোধনে গিয়ে কপিল শর্মার মুখোমুখি হয়েছিলেন মোদী। কপিল একটি সেলফি তোলেন। সেটি তিনি টুইটারে দেন। ওই টুইটটি মোদী রিটুইটও করেন।
