শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

উষ্ণ ফটোশুটে ‘উত্তেজিত’ বিদ্যা বালান!

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

সম্প্রতি নিজের চল্লিশতম জন্মদিন পালন করেছেন বিদ্যা বালন। এনটি রামারাওয়ের বায়োপিকে তিনি তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। এর পরের খবর, তিনি প্রযোজক বনি কাপুরের প্রযোজনায় তামিল ছবিতে অভিনয় করবেন। 

 

অবশ্য সেই ছবির শ্যুটিং শুরু হতে এখনো দেরি আছে। এ ছাড়াও শোনা যাচ্ছে, বিখ্যাত গণিতজ্ঞ শকুন্তলা দেবীর বায়োপিকেও কাজ করতে পারেন বিদ্যা। নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন এই নায়িকা, তবে ফটোশুট বা গ্ল্যাম লুক নিয়ে খুব বেশি কিছু করতে পছন্দ করেন না। অবশ্য চিত্রগ্রাহক যদি হন ডাব্বু রতনানি, তা হলে কথা আলাদা।

 

নানা কাজের ফাঁকে এই প্রখ্যাত চিত্রগ্রাহক ডাব্বু রতনানির সঙ্গে একটি ফটোশুট সেরে ফেলেছেন বিদ্যা বালন। সেই ফটোশুটে একদম অন্য ধরনের লুকে দেখা যাচ্ছে নায়িকাকে। নতুন হেয়ার স্টাইল ও বোল্ড পোশাকে নিজেকে দেখে বিদ্যা নিজেই খুব উত্তেজিত। তাই সেই ছবি নিয়ে একটি মজার ভিডিও শেয়ার করলেন নিজের স্যোশাল মিডিয়ায়। 

ডাব্বু রতনানি এমনিতেই খুব জনপ্রিয় বলিউডের তারকাদের মধ্যে। কারণ, তিনি একদম নতুন ধরনের লুক দেন তারকাদের ফটোশুটের মাধ্যামে। 

ফটোশুটের পরে ডাব্বু নিজেও তার স্যোশাল মিডিয়ায় বিদ্যার সঙ্গে মজার মুহূর্ত শেয়ার করেছেন। এই দুই ভিডিও নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।