বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

ফেসবুক অফিসে বোমাতঙ্ক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত ফেসবুক কার্যালয়ে বোমা আতঙ্কের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। তবে পুলিশ কার্যালয়ে তল্লাশি চালিয়ে বোমার কোনো ধরনের ডিভাইস খুঁজে পায়নি।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কাছে অজ্ঞাত সূত্র থেকে তথ্য আসে, ক্যালিফোর্নিয়ার অবস্থিত ফেসবুক কার্যালয়ে বোমা হামলা হতে পারে। এ ঘটনায় তৎপর হয়ে ওঠে দেশটির পুলিশ বিভাগ। ফেসবুকের ওই অফিস থেকে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে সেখানে বোমার তল্লাশি চালায় পুলিশ।

পরে পুলিশ জানায়, ফেসবুক কার্যালয়ে এ ধরনের কিছুই মেলেনি।

 

এদিকে এ ঘটনায় স্থানীয় পুলিশের পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে থাকা তাদের সব কর্মী নিরাপদে রয়েছেন।েউল্লেখ্য, ইউটিউবের সদর দফতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই সময় এক নারীর প্রাণহানিসহ বেশ কয়েকজন আহত হন।