সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
একাদশ জাতীয় সংসদে উপনেতা হতে যাচ্ছেন বেগম মতিয়া চৌধুরী। ফলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বিষয়টি প্রায় নিশ্চিত যে, শারীরিক অবস্থা নাজুক থাকায় সাজেদা চৌধুরী এবার উপনেতার দায়িত্বে থাকছেন না। কেননা, দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ থাকায় দলের অন্যতম জ্যেষ্ঠ এই নারী নেতাকে এবারের নির্বাচনে প্রথম দফায় মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। পরে সাজেদা চৌধুরীর সমর্থকরা রাস্তা-অবরোধ করে আন্দোলনের ডাক দিলে তাকে মনোনয়ন দেয়া হয়। ফলে এমপি হলেও এবার তাকে সংসদ উপনেতার দায়িত্ব দেয়ার সম্ভাবনা নেই।
এদিকে, উপনেতা হওয়ার তালিকায় রয়েছে দলটির জ্যেষ্ঠ ও ত্যাগী নেতা আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদের নামও। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের সংসদে উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীই সবার থেকে এগিয়ে রয়েছেন এবং তা অনেকটাই নিশ্চিত। কারণ শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসভাজন হিসেবে পরিচিত মতিয়ার দলে অনেক ভূমিকা রয়েছে। ১/১১তে শেখ হাসিনা যখন জেলে ছিলেন, তখন আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দল পরিচালনা করেছেন তিনি। কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনে বেশ দক্ষতা দেখিয়েছেন তিনি। এছাড়া ব্যক্তিজীবনে সৎ, নির্লোভ ও কর্মঠ মতিয়া চৌধুরী বেশ আগে থেকেই শেখ হাসিনার গুডবুকে রয়েছেন।
মতিয়া চৌধুরী শেরপুর-২ আসন থেকে নির্বাচিত একজন এমপি। এর আগে তিন মেয়াদে সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
