বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫   শ্রাবণ ১৫ ১৪৩২   ০৫ সফর ১৪৪৭

আসছে মহাবিপদ, নিমিষেই ডুবে যাবে পৃথিবী!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

প্রায় সোয়া এক লাখ বছর আগের ঘটনা পুনরাবৃত্তি হতে চলেছে। আবারো ডুবে যেতে পারে পৃথিবী। আর এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা।

সে সময় সমুদ্রপৃষ্ঠের পানি বৃদ্ধি পাওয়ার কারণে ভূপৃষ্ঠ ডুবে গিয়েছিলো। তখন গোটা তলিয়ে গিয়েছিলো মহাসাগরগুলোর নিচে। এর কারণ ছিল, অ্যান্টার্কটিকা মহাদেশে বরফের পাহাড় গলে যাওয়া।

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর সামনে আবারো আসছে সেই মহাবিপদ। প্রাগৈতিহাসিক যুগের ওই ঘটনার মতো পৃথিবী আবারো সম্পূর্ণ তলিয়ে যেতে পারে।

তবে এবার সেই মাত্রা অনেক বেশি হবে বলে ধারণা করছে বিজ্ঞানীরা। ৭০ থেকে ৮০ ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেতে পারে; যা ৬ থেকে ৭ তলা ভবনের উচ্চতাকেও ছাড়িয়ে যেতে পারে। আর এমন বিপর্যয় হলে প্রথমেই ধাক্কা আসবে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলংকার মতো দেশগুলোতে।

ওরেগন স্টেট ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞান বিভাগের একটি গবেষণায় সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘সায়েন্স’-এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। ডিসেম্বরে ওয়াশিংটনে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের (এজিইউ) বৈঠকে গবেষণাপত্রটি উপস্থাপন করা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, কুমেরুর বরফের বড় বড় চাঙরগুলো খুব দ্রুত গলে যাচ্ছে। এই অবস্থা অব্যহত থাকলে আগামী ৫০ বছরের মধ্যেই মহাপ্লাবনে তলিয়ে যাবে পৃথিবী। ধ্বংস হয়ে যেতে পারে এই সভ্যতা!