বিয়ের খবরটি ‘সাফ গুজব’ ছাড়া কিছুই নয়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০১ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
গত কয়েকদিন ধরেই শোবিজে গুঞ্জন রটেছে দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বিয়ে করেছেন। কেউ কেউ বলছেন সেলিব্রিটিদের বিয়ে নিয়ে লুকোচুরি নতুন কিছু নয়।
শোবিজের অনেকেই বিয়ের খবর গোপন রেখেছেন বছরের পর বছর। এই তারকাও হয়তো সেই পন্থা অবলম্বন করেছেন। তবে নিজের বিয়ে নিয়ে ওঠা খবরকে ‘সাফ গুজব’ বলে আখ্যা দিয়েছেন খোদ মেহজাবিন চৌধুরী নিজেই।
বুধবার সন্ধায় এসব তথ্য জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি বিয়ে করিনি। আমার বিয়ের বিষয়ে যে খবর প্রকাশ হয়েছে, তা সাফ গুজব ছাড়া আর কিছুই নয়। এ বিষয়ে ঠিক তথ্য জেনে খবর প্রকাশের অনুরোধ করছি সবার প্রতি।
লাক্স সুন্দরী মেহজাবিন চৌধুরী নিয়মিত নাটকে কাজ করছেন। এছাড়া বিজ্ঞাপনেও রয়েছে তার সরব বিচরণ। তবে অনেকবার চলচ্চিত্রে কাজের খবর শোনা গেলেও রুপালী পর্দায় অনুপস্থিত তিনি।
