উন্নয়ন অব্যাহত রাখতে কাজ চালিয়ে যান
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
বর্তমান সরকার যে উন্নয়নের সূচনা করেছে, তা অব্যাহত রাখতে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম।
সোমবার বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এইচটি ইমাম বলেন, ‘বঙ্গবন্ধু যে সংগ্রাম শুরু করেছিলেন, এরই ধারাবাহিকতায় তার কন্যা বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে এসেছেন এবং উন্নয়নের ধারার সূচনা করেছেন, সেটি বজায় রাখার জন্য আপনারা (কর্মকর্তা-কর্মচারী) অতীতে কাজ করেছেন, সামনেও কাজ করবেন- এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ তিনি আরও বলেন, ‘আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। ১৯৭২ সালে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সমিতি গঠন করা হয়েছে।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতা মুহাম্মদ বদরুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন হেলাল উদ্দিন ও জামশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এসএম গোলাম ফারুক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদার, আইন ও বিচার বিভাগের সচিব এএসএম জহিরুল হক, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও প্রধানমন্ত্রীর সাবেক এপিএস-১ খাইরুল ইসলাম, সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ মহাসচিব রুহুল আমীনসহ অন্য কর্মকর্তারা।
বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে খাইরুল ইসলাম বলেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে।
