ইশানা কল্যাণের ‘সুন্দর তুমি যন্ত্রণা’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
জীবন শেষ পর্যন্ত সুন্দর, যদি জীবনটাকে সুন্দর করে যাপন করা যায়। আর এ জন্য দরকার হয় একে অন্যের প্রতি আস্থা, বিশ্বাস আর ধৈর্য্য। জীবনকে উপভোগ করতে যেমন একে অন্যের প্রয়োজন হয়, তেমনি জীবনের দুঃসময়ে সবচেয়ে বেশি প্রয়োজন হয় কাছের মানুষের সহযোগিতা।
এমনই এক ঘটনা নিয়ে টেলিফিল্ম ‘সুন্দর তুমি যন্ত্রণা’ এটিএন বাংলায় বৃহস্পতিবার রাত ১১টায় প্রচার হবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা কামরুজ্জামান।
টেলিফিল্মের গল্পটি সাজানো হয়েছে প্রেম, ভালবাসা আর সন্দেহ নিয়ে। কক্সবাজারে বেড়াতে যাওয়া এক দম্পতির নানান ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে টেলিফিল্মের গল্প। দুজন মানুষের মাঝে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনার মধ্য দিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করে তারা। শেষ পর্যন্ত তাদের উপলব্ধি হয়, জীবন শেষ পর্যন্ত সুন্দর যদি জীবনটাকে সুন্দর করে যাপন করা যায়।
মিজানুর রহমান লাবুর রচনা ও পরিচালনায় ‘সুন্দর তুমি যন্ত্রণা’ টেলিফিল্মটেতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা কল্যান, জনি, মডেল অভিনেত্রী ঈশানা, মুক্তা হাসান প্রমুখ।
