এখন সবকিছু প্রযোজকদের হাতে : মৌসুমী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
দুই দশক ধরে সিনেমাপ্রেমীদের মনে পোক্ত জায়গা করে রেখেছেন চিত্রনায়িকা মৌসুমী। একটা সময় ক্যারিয়ার নিয়ে বেশি ব্যস্ত থাকলেও এখন সংসার-সন্তান নিয়েই দিনের বেশিরভাগ সময় কাটে তার। মাঝে মাঝে টুকটাক সিনেমা, বিজ্ঞাপন বা টেলিফিল্মের কাজ করছেন তিনি। গত বছর মৌসুমী-ওমর সানী দম্পতি ব্রান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন একটি বহুজাতিক কোম্পানির পণ্যের। কিছুদিন আগেই সেই পণ্যের নতুন বিজ্ঞাপনে অংশ নিলেন মৌসুমী। ফাহমিদা প্রিমার পরিচালনায় এ বিজ্ঞাপনের মাধ্যমে তিনি দর্শকদের সঙ্গেও সম্পৃক্ত হন। নতুন ছবির খবর জানতে চাইলে মৌসুমী বলেন, ‘পুরনো সব ছবিরই কাজ প্রায় শেষ হয়ে গেছে। এর মধ্যে বাকি আছে ‘নায়ক’ আর ‘নোলক’ ছবি দুটি। এর পরেই হয়তো নতুন কোনো ছবির কাজ শুরু করব।’
তার আগে ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে মৌসুমী অভিনীত ‘রাত্রীর যাত্রী’ ছবিটি। এ ছবিতে ছিন্নমূল এক যৌনকর্মীর ভূমিকায় দেখা যাবে তাকে। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রীর যাত্রী’ ছবিটি প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। এতে মৌসুমীর বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন।
সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা খুব একটা ভালো নয়। একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। সবাই ব্যর্থতার জন্য পরিচালকদের দোষ দিলেও মৌসুমী ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, ‘বাজে ছবি যে নির্মিত হচ্ছে না তা নয়, তবে প্রচুর ভালো ভালো ছবিও নির্মিত হচ্ছে। কিন্তু ভালো ছবি নির্মাণ হলেও দর্শকদের চাহিদা মতো ছবি দিতে পারছেন না পরিচালকরা। এর পেছনে অবশ্য প্রযোজকরাই দায়ী। কারণ এখন সবকিছু প্রযোজকদের হাতে। গল্প কী হবে, নায়িকা কে হবে, শ্যুটিং কোথায় হবে সবই প্রযোজকরা ঠিক করে দিচ্ছেন। আবার বাজেট স্বল্পতার ব্যাপারটাও আছে। ফলে ডিরেকটরের কিছু করার থাকে না। আর্টিস্ট আর গল্পের ভার যদি পরিচালকের হাতে না থাকে তাহলে ভালো ছবি বানাতে পারে না। পরিচালক স্বাধীন না হলে সে ভালো ছবি কীভাবে বানাবে?’ তিনি আরও বলেন, ‘অনেকে ভালো ছবি বানালেও হল সমস্যাসহ আরও নানা কারণে ছবি চলছে না। এই যেমন গিয়াস উদ্দিন সেলিম ভাইয়ের স্বপ্নজাল ছবিটা ভালো ব্যবসা করেনি, তাতে কী বলব- ছবিটা খারাপ হয়েছে, না, সেটা তো বলা যায় না। সেলিম ভাই খুব ভালো একটি ছবি বানিয়েছেন। কিন্তু আশানুরূপ ব্যবসা না করার ব্যাপারটার কারণ কিন্তু ভিন্ন। আসলে পুরো সিস্টেমটাই এর জন্য দায়ী।’
এদিকে অভিনয়, গ্ল্যামার আর সৌন্দর্য দিয়ে দর্শকের মনে ঠাঁই করে নেওয়া মৌসুমী এবার নেমেছেন রাজনীতির মাঠে। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।
তবে অনেকের মতে, তার অবস্থান ভিন্ন রাজনৈতিক ধারায়। কিন্তু মৌসুমী বিষয়টি সহাস্যে উড়িয়ে দিলেন। ফেইসবুকে আসা বিভিন্ন ছবি ও উক্তির জবাব দিলেন নব্বইয়ের দশকের অন্যতম সেরা এই নায়িকা। বিএফডিসিতে বিনোদন সংবাদকর্মীদের সঙ্গে বসেছিলেন তিনি। সেখানে মৌসুমী বলেন, ‘আমি তো আগেই বলেছি, শিল্পী হিসেবে অনেকেই আমাকে ডেকেছেন। গিয়েছি। আমি আগে কখনো বলিনি, কোনো দলের কিংবা কারও হয়ে কাজ করতে চাই। তাহলে এই প্রশ্ন কেন আসছে? আমি এত বছর সততার সঙ্গে কাজ করেছি, এমন প্রশ্ন তুলে আমাকে ম্লান করে দেবেন না।’
তিনি আরও বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন ছিল, কোনো একদিন রাজনীতিকদের পাশাপাশি আনকোরা, নতুনরাও সুযোগ পাবে। শুধু যে রাজনীতিকরাই রাজনীতি করবেন, তা নয়। এর ইঙ্গিত আমরা পেয়েছি প্রধানমন্ত্রীর নতুন মন্ত্রিসভাতেই। আমি বর্ষীয়ান নেতাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, নতুনদেরও এ জায়গায় আসা উচিত। তাহলে দেশকে নতুনভাবে আমরা আবিষ্কার করতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী সে নজির তৈরি করে দিয়েছেন। এখন সুন্দর সময়, যারা রাজনীতি করেনি, কিন্তু নেটওয়ার্ক আছে তারা আওয়ামী লীগের মাধ্যমে, প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশসেবা করতে পারেন।’
আপনি যে মনোনয়নপত্র কিনতে আগ্রহী বা কিনবেন, এ বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে কখনো কি আলোচনা হয়েছিল। এই জিজ্ঞাসা ছিল নায়িকার প্রতি। তিনি বলেন, ‘এটা আমার এখানে বলাটা ঠিক হবে না। তিনি কাকে মনোনয়ন দেবেন, সেটা তার বিষয়। আর আমি বলেছি কি না তাও বলতে চাই না।’
