বিএনপি-জামায়াত আইএসআইয়ের এজেন্ট: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
বিএনপি-জামায়াত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মঙ্গলবার আইনজীবীদের এক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের পক্ষের আইনজীবীদের নিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ সম্মেলনের আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ভোট, রাজপথ সব কিছুতে ব্যর্থ। তারা বাংলার মানুষ নয়, ক্ষমতা চায়। তারা আইএসআইয়ের এজেন্ট। আইএসআইয়ের সহায়তা চাইছে ক্ষমতায় আসতে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন ভয় পায়। তারা জানে-ভোটে তাদের জনগণ প্রত্যাখ্যান করবে। তাই নির্বাচন বানচালের চেষ্টা করছে।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, ড. কামাল হোসেনের আসল রূপ বেরিয়ে এসেছে। তিনি কখনও দেশের জন্য কাজ করেননি। তিনি এখন ষড়যন্ত্র করছেন বিএনপি-জামায়াতকে ক্ষমতায় আনতে। তাই তাদের সঙ্গে জোট করেছেন।
নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বরের ভোটে জয়ী হয়ে যুদ্ধাপরাধীদের নির্মূল করা হবে।
অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির স্বাগত বক্তব্য রাখেন। তিনি নির্বাচনে সাম্প্রদায়িক হামলা প্রতিহত করার ঘোষণা দেন। এ জন্য দেশব্যাপী প্রতিরোধ কমিটি গঠন, জনসচেতনতা তৈরিসহ বিভিন্ন পদক্ষেপের কথা জানান তিনি।
এবারের নির্বাচনে ৫৮টি নির্বাচনী এলাকা ঝুঁকিপূর্ণ বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। এ জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের আইনজীবীদের জেলায় জেলায় আইনি সহায়তা কমিটি গঠনের আহ্বান জানান তিনি।
