বারবার জেগে উঠি মাদলের শব্দে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
দেশের অন্যতম নাট্যসংগঠন আরণ্যক নাট্যদল আগামীকাল থেকে আয়োজন করছে ‘ক্রান্তির মাদল’ শিরোনামে দুই দিনব্যাপী নাট্যোৎসব। এই উৎসবকে ঘিরে নবরূপে আবারও মঞ্চে আসছে দলটির সাড়া জাগানো নাট্য প্রযোজনা ‘রাঢ়াঙ’ ও ‘সংক্রান্তি’। এই দুটি নাটকের রচয়িতা এবং নির্দেশক মামুনুর রশীদ। তার সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান
‘ক্রান্তির মাদল’ নাট্যোৎসব প্রসঙ্গে জানতে চাই...
দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায়। উৎসবকে ঘিরে আরণ্যকের প্রশংসিত নাটক ‘রাঢ়াঙ’ এবং ‘সংক্রান্তি’ মঞ্চে আসছে। উৎসবের প্রথম দিন ‘সংক্রান্তি’ এবং পরদিন ‘রাঢ়াঙ’ নাটকের প্রদর্শনী হবে। এছাড়া উৎসবে আরও নানা আয়োজন থাকবে। ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় নাট্যশালার লবিতে উৎসবের উদ্বোধন করবেন গোলাম মুরশিদ। এছাড়া দেশের নাট্যাঙ্গনের অনেকেই উপস্থিত থাকবেন।
এবারের উৎসবের আলাদা বিশেষত্ব কী?
আরণ্যক নাট্যদল পথচলার ৪৭ বছর পূর্ণ করেছে। এটা আমাদের জন্য যেমন আনন্দের, বাংলাদেশের নাট্যাঙ্গনের জন্যও বিষয়টি গৌরবের। আমরা এবার ‘ক্রান্তির মাদল’ শিরোনামে এই উৎসব আয়োজন করছি। উৎসবের স্লোগান ঠিক করা হয়েছে ‘বারবার জেগে উঠি মাদলের শব্দে’। উৎসবের বৈশিষ্ট্য সম্পর্কে এর শিরোনাম এবং স্লোগান কিছুটা আঁচ করতে পারবেন। আরণ্যক শ্রেণিসংগ্রামের নাটক করে আসছে। এই উৎসবেও আমরা মানুষের জেগে ওঠার লড়াইয়ের গল্পই বলব।
৪৭ বছরের পথ চলায় আরণ্যক কতটা সফল?
সফল নাকি ব্যর্থ, এর বিচার করবেন মানুষ। আরণ্যক ৪৭ বছর ধরে শুধু নিজেদের কাজটা ঠিকভাবে করার চেষ্টা করেছে। নাটক শুধু বিনোদন নয়, শ্রেণিসংগ্রামের সুতীক্ষè হাতিয়ায়’ এই সেøাগান নিয়ে আরণ্যক নাটক করেছে। মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছে। আমাদের সবগুলো নাটকেই মানুষের কথা বলতে চেয়েছি, মানুষের জেগে ওঠার কথা বলতে চেয়েছি। এই উৎসবে মঞ্চায়িত হবে আমাদের দুটি নাটক। রাঢ়াঙ এবং সংক্রান্তি নাটক দুটি মানুষের অধিকারের গল্পই বলেছে।
এই দুটি নাটক বেছে নেওয়ার আলাদা কোনো কারণ আছে কি?
রাঢ়াঙ নাটকের মানেই হলো দূরাগত মাদলের ধ্বনিতে জেগে উঠার আহ্বান। নাটকটি মূলত সাঁওতাল সম্প্রদায়ের লড়াই এবং নিপীড়নের গল্প নিয়ে। আমাদের উৎসবের সেøাগান বারবার জেগে উঠি মাদলের শব্দে। আমরা নিপীড়িত মানুষের বঞ্চনার কথা বলেছি, মানুষের অধিকারের কথা বলেছি। আরণ্যকের সবগুলো নাটকই মানুষের কথা বলেছে। এই দুটি নাটকের বেশ কিছুদিন প্রদর্শনী বন্ধ ছিল। এবার উৎসবকে ঘিরে মঞ্চে ফিরছে।
