শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

আলিয়ার হ্যাটট্রিক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বলিউডে নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে সম্ভবত সবচেয়ে এগিয়ে আলিয়া ভাট। একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দেওয়ায় নির্মাতাদের কাছে তার চাহিদাই এখন বেশি। অভিনয়ের বাইরে ভূসম্পত্তিতে বড় অঙ্কের বিনিয়োগ করছেন তিনি। এরমধ্যে দুটি ফ্ল্যাট কিনেছেন ২৫ বছর বয়সী এই তারকা।

 

এবার ফ্ল্যাট কেনায় হ্যাটট্রিক করলেন আলিয়া। নিজের তিন নম্বর বাসস্থানটি কিনেছেন মুম্বাইয়ের জুহুতে। এর মূল্য ১৩ কোটি রুপি। ফ্ল্যাটের আয়তন ২ হাজার ৩০০ বর্গফুট। নিজের প্রতিষ্ঠান এটারনাল সানশাইন প্রোডাকশন্স প্রাইভেট লিমিটেডের নামে এটি কিনেছেন আলিয়া।

তবে অ্যাপার্টমেন্টটির আগের মালিক শিমিত ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেডের আশা ছিল, ৭ কোটি ৮৬ লাখ রুপিতে তিনি এটি বিক্রি করতে পারবেন। তবে আলিয়া তাকে ১৩ কোটি ১১ লাখ রুপি দিতে রাজি হন। ফ্ল্যাটের নিবন্ধন হয়েছে আন্ধেরির সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে। বেশি দাম দিয়ে কেনায় স্ট্যাম্প খরচ হয়েছে ৬৫ লাখ রুপিরও বেশি।

আলিয়ার নতুন ছবি ‘গলি বয়’ মুক্তি পাবে শিগগিরই। এতে তাকে দেখা যাবে রণবীর সিংয়ের বিপরীতে। করন জোহর প্রযোজিত বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কলঙ্ক’ ও রণবীর কাপুরের বিপরীতে ‘ব্রহ্মাস্ত্র’ আছে তার হাতে। এছাড়া মহেশ ভাটের পরিচালনায় ‘সড়ক টু’ ছবির কাজও করবেন তিনি।

এদিকে আলিয়া তার প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বেশ ভালোই দিন কাটাচ্ছেন। দুজন দুজনকে সবসময় আগলে রাখেন। তার প্রমাণ পাওয়া যায় ক’দিন আগে মুম্বাই এয়ার্টপোর্টে যখন ভক্তরা সেলফি তুলতে আলিয়াকে ঘিরে ধরে। তখন রণবীর আদর্শ প্রেমিকের মতো তাকে ভিড়ের মধ্য থেকে উদ্ধার করেন।