শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তেলেগু সিনেমায় মেঘলার অভিষেক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বাংলাদেশি তারকারা একের পর এক পাড়ি জমাচ্ছেন ভারতে। তাদের সবাই অভিনয় করছেন ভারতীয় বাংলা ছবিতে। তবে মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা সবার থেকে আলাদা। প্রথম বাংলাদেশি হিসেবে তেলেগু ইন্ডাস্ট্রির মূল নায়িকা চরিত্রে অভিনয় করেছেন মেঘলা। শুধু তাই নয়, ছবিটি আগামীকাল সেখানকার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

মেঘলা জানান, ২০১৮ সালের শুরুর দিকে ‘সাকালাকা ভাল্লাবুড়–’ নামের ছবিটির শ্যুটিং হয় ভারতের তামিলনাড়–, তেলেঙ্গানা ও কেরালায়। শিবা গণেশ পরিচালিত এ ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে আছেন তানিষ্ক রেড্ডি। তেলেগু ভাষায় নির্মিত এ ছবিটির গুরুত্বপূর্ণ নারী চরিত্র ‘চৈত্রা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। দেশ রূপান্তরকে মেঘলা বলেন, ‘ছবিটির প্রচার কাজে আমি এখন হায়দরাবাদে অবস্থান করছি। ছবিটি ভারতের দেড়শ সিনেমা হলে মুক্তি পাবে। সবার কাছে দোয়া চাই।’

সিম্ভা ফিল্মসের ব্যানারে নির্মিত এ ছবিটি এক সঙ্গে মুক্তি পাবে দক্ষিণ ভারতের পাঁচটি রাজ্যে। এগুলো হলোÑ তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, কর্নাটক ও অন্ধ্র প্রদেশে।

উল্লেখ্য, মেঘলা মুক্তার শোবিজে যাত্রা শুরু হয় মডেলিং দিয়ে। এরপর অনন্য মামুন পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। সর্বশেষ তার অভিনীত ‘নবাব’ ছবিটি মুক্তি পায়।