রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

স্থগিতকৃত ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু ৯ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

দেশে রাতকানা রোগ প্রতিরোধে জাতীয় পুষ্টি কর্মসূচির আওতায় রাজধানীসহ সারাদেশে স্থ‌গিতকৃত ভিটা‌মিন ‘এ’ প্লাস ক্যা‌ম্পেইন আগামী ৯ ফেব্রুয়ারি অনু‌ষ্ঠিত হ‌বে।

বুধবার রাতে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এনায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সারাদেশে ৬-১১ মাস বয়সী এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর নির্ধারিত দিন ছিল গেল ১৯ জানুয়ারি। কিন্তু শেষ মুহূর্তে ক্যাপসুলে গুণগত মানে সমস্যা থাকায় তা স্থগিত করে দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

এ ঘটনায় তখন ডা. এনায়েতুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমি‌টি তদন্ত শে‌ষে একটি প্র‌তি‌বেদনও দা‌খিল ক‌রে‌ছে। তবে প্রতিবেদনে কী রয়েছে- তা এখনো জানা যায়নি।

ক্যাম্পেইন শুরুর আগেই বিভিন্ন জেলায় সরবরাহকৃত ভিটামিন ‘এ’ ক্যাপসুলগুলোর মধ্যে লাল ও নীল ক্যাপসুলকে একটির সঙ্গে আরেকটিকে লেগে যেতে দেখা গেছে। এর ফলে বাড়তি সতর্কতা অবলম্বন করে তা স্থগিত করা হয়।

১৯৭৪ সাল থেকে জাতীয়ভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলে আসছে। এর আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানো হয়। গেল বছরে এ কার্যক্রমের আওতায় ক্যাপসুল খাওয়ানোর কভারেজ বেড়ে ৯৯ শতাংশে উন্নীত হয়।

আর চলতি বছরে চলমান এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রায় ২ কোটি ১৯ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে।